October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, September 4th, 2021, 7:51 pm

ফিলিস্তিনের বিপক্ষে প্রস্তুত বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক:

সবশেষ দুইবারের মুখোমুখিতে ফিলিস্তিনের বিপক্ষে হারতে হয়েছে বাংলাদেশকে। দুবারই বঙ্গবন্ধু গোল্ডকাপে। ২০১৮ সালে কক্সবাজার জেলা স্টেডিয়ামে সেমিফাইনালে ২-০ গোলে হারের দুই বছর পর গ্রুপ পর্বের লড়াইয়ে একই ব্যবধানে হারতে হয়েছিল জামাল ভূঁইয়াদের। কিরগিজস্তানের তিন জাঁতি ফুটবল প্রতিযোগিতায় আবারও ফিলিস্তিনের মুখোমুখি বাংলাদেশ। এবার নতুন কৌশলে মাঠে নামবার প্রতিশ্রুতি লাল-সবুজ সেনানিদের। আগের প্রতিযোগিতায় দুটি ম্যাচেই অধিনায়ক ছিলেন জামাল ভূঁইয়া। এই ম্যাচেও তার হাতে থাকছে আর্মব্যান্ড। এই প্রতিযোগিতায় ফিলিস্তিন প্রথম ম্যাচে ১-০ গোলে হেরেছে কিরগিজস্তানের কাছে। সেই ম্যাচ দেখে বাংলাদেশ দল রণকৌশল নির্ধারণ করেছে। ফিলিস্তিন ম্যাচ সামনে রেখে জামাল ভিডিও বার্তায় বলেছেন, ‘রোববার ফিলিস্তিনের বিপক্ষে আমাদের প্রথম ম্যাচ। এরইমধ্যে আমরা কিরগিজস্তানের বিপক্ষে ওদের ম্যাচ দেখেছি। ওদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে জেনেছি। এসব নিয়ে কোচের সঙ্গে আলাপ করেছি আমরা। কীভাবে নিজেদের খেলা খেলতে হবে, সেটা ঠিক করেছি। নতুন কৌশলে খেলার চেষ্টা করবো আমরা। যদি এটা ভালো হয়, তাহলে চালিয়ে যাবো।’ লড়াকু ফুটবল খেলার প্রতিশ্রুতিও দিলেন এই মিডফিল্ডার, ‘ফিলিস্তিন ও কিরগিজস্তানের বিপক্ষে আমরা যে ম্যাচগুলো খেলবো, সেগুলো আগামী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্য খেলবো। সাফের জন্য হাতে খুব বেশি সময় নেই। এক মাসেরও কম সময় রয়েছে। তাই এই সময় খুব মূল্যবান। ট্যাকটিকস নিয়ে কাজ করতে হবে, কোন জায়গায় উন্নতি করতে হবে, সেটা দেখতে হবে। সবাই ফিট আছে, প্রস্তুত আছে। গত কয়েকটা দিন (প্রস্তুতি) আসলেই ভালো ছিল। ফিলিস্তিনের বিপক্ষে লড়াই করতে প্রস্তুত আমরা।’