March 22, 2023

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, March 7th, 2022, 9:34 pm

ফিলিস্তিনে দূতাবাস থেকে ভারতীয় রাষ্ট্রদূতের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক :

ফিলিস্তিনের রামাল্লায় অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে রাষ্ট্রদূতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ওই ভারতীয় দূতের নাম মুকুল আর্য। গত রোববার তার মরদেহ উদ্ধার করা হয়। তবে কী কারণে মুকুলের মৃত্যু হয়েছে, তা জানা যায়নি। খবর এনডিটিভির। মুকুল আর্যের মৃত্যুতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গভীর শোক প্রকাশ করেছেন। এক টুইটে তিনি লিখেছেন, ‘রামাল্লায় ভারতের প্রতিনিধি মুকুল আর্যের মৃত্যুর খবরে গভীরভাবে শোকাহত।’ জয়শঙ্কর মুকুল আর্যকে একজন মেধাবী কর্মকর্তা হিসেবে বর্ণনা করে লেখেন, ‘তিনি একজন কৃতী ও মেধাবী কর্মকর্তা ছিলেন। ভবিষ্যতে তার জন্য অনেক কিছু অপেক্ষা করছিল। তার পরিবার ও প্রিয়জনদের প্রতি আমার সমবেদনা।’ এদিকে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এ বেদনাদায়ক খবরটি আসার সঙ্গে সঙ্গে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও প্রধানমন্ত্রী মুহাম্মাদ শতায়েহ নির্দেশ দেন যাতে স্বাস্থ্য ও ফরেনসিক মেডিসিন মন্ত্রণালয়, পুলিশ ও সরকারি কর্তৃপক্ষ অবিলম্বে এ ঘটনা খতিয়ে দেখে মুকুল আর্যের মৃত্যুর কারণ জানতে পারে। ভারতীয় রাষ্ট্রদূতের মৃত্যুর ঘটনার ওপর তীক্ষ্ণ নজর রাখা হয়েছে। এ ধরনের কঠিন ও জরুরি পরিস্থিতিতে যা যা করা প্রয়োজন, তা করতে সব পক্ষ সম্পূর্ণ প্রস্তুত।’ এ ছাড়া ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে, তারা মুকুল আর্যের লাশ ভারতে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করছে।