November 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 12th, 2023, 8:25 pm

‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২২’ পুরস্কার পেলেন যারা

অনলাইন ডেস্ক :

গত শুক্রবার কলকাতায় এক জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২২’ প্রদান করা হয়েছে। নাচে গানে জমজমাট হয়ে উঠেছিল এই অনুষ্ঠান। এবারের আসরে উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এবার জয়া ‘ঝরা পালক’ সিনেমার জন্য সমালোচক বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন। জয়া গত তিনটি আসরেই সেরা অভিনেত্রী হিসেবে এই পদক জয় করেছেন। দুইবার জনপ্রিয় বিভাগে, শেষবার সমালোচক বিচারে ফিল্মফেয়ার জয় করেছেন জয়া। পুরস্কার না পেলেও সাদা শাড়ি পরে জমকালো সাজে সেজে ফিল্মফেয়ারের আসরে সবার নজর কেড়েছেন অভিনেত্রী।
এক নজরে দেখে নেয়া যাক কারা পেলেন সেরার পুরস্কার।
সেরা ছবি: দোস্তজী, বল্লভপুরের রূপকথা
সমালোচকদের বিচারে সেরা ছবি: দ্যা হোলি কন্সপিরেসি, অভিযান
সেরা পরিচালক: প্রসূন চট্টোপাধ্যায় (দোস্তজী)
সেরা অভিনেতা: মিঠুন চক্রবর্তী (প্রজাপতি)
সমালোচকদের বিচারে সেরা অভিনেতা: যিশু সেনগুপ্ত (অভিযান)
সেরা অভিনেত্রী: স্বস্তিকা মুখোপাধ্যায় (শ্রীমতী)
সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী: শুভশ্রী গঙ্গোপাধ্যায় (বৌদি ক্যান্টিন) ও গার্গী রায়চৌধুরী (মহানন্দা)
সেরা সহ-অভিনেতা: শ্যামল চক্রবর্তী (বল্লভপুরের রূপকথা)
সেরা সহ-অভিনেত্রী: মমতা শঙ্কর (প্রজাপতি)
সেরা নবাগত অভিনেতা: অনিন্দ্য সেনগুপ্ত (এক্স = প্রেম)
সেরা নবাগত অভিনেত্রী: শ্রুতি দাস (এক্স = প্রেম)
সেরা নবাগত পরিচালক: ঈশান ঘোষ (ঝিল্লি) ও কুমার চৌধুরী (প্রিয় চিনার পাতা: আইটিআই সেগুন)
সেরা সাউন্ড ডিজাইন: তীর্থঙ্কর মজুমদার (অপরাজিত)
সেরা সম্পাদক: অর্ঘ্যকমল মিত্র (অপরাজিত)
সেরা প্রোডাকশন ডিজাইন: সুব্রত বারিক (বল্লভপুরের রূপকথা)
সেরা আবাহ সঙ্গীত: বিক্রম ঘোষ (মহানন্দা)
সেরা সিনেমাটোগ্রাফি: ইশান ঘোষ (ঝিল্লি) ও তুহিন বিশ্বাস (দোস্তজী)
সেরা পোশাক ডিজাইন: সুচিস্মিতা দাসগুপ্ত (অপরাজিত)
সেরা মৌলিক গল্প: কুমার চৌধুরী (প্রিয় চিনার পাতা: আইটিআই সেগুন)
সেরা চিত্রনাট্য: প্রসূন বন্দ্যোপাধ্যায় (দোস্তজী)
সেরা সংলাপ: প্রতীক দত্ত এবং অনির্বাণ ভট্টাচার্য (বল্লভপুরের রূপকথা)
সেরা গায়ক: অরিজিৎ সিং- আজকে রাতে (বিসমিল্লাহ)
সেরা গায়িকা: কৌশিকী চক্রবর্তী- কেন রং দিলে মোহে (বিসমিল্লাহ)
সেরা গীতিকার: অনির্বাণ ভট্টাচার্য (নতুন প্রেমের গান, বল্লভপুরের রূপকথা)
সেরা মিউজিক অ্যালবাম: ইন্দ্রদীপ দাস গুপ্ত (বিসমিল্লাহ)
লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড: অপর্ণা সেন (অভিনেত্রী ও পরিচালক)