November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 27th, 2021, 7:31 pm

ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য আশীর্বাদ হয়ে আসুক নতুন বছর: মিতু

অনলাইন ডেস্ক :

চলচ্চিত্রের প্রতি নিবিষ্ট থাকবেন বলেই অনেককিছুই ছেড়েছেন। একজন চলচ্চিত্র তারকা হিসেবেই প্রতিষ্ঠা পেতে চান তিনি। মিতুর কথায়, ‘সবকিছুই যে জীবনে সহজে ধরা দেবে, সে আমি বিশ্বাস করি না। সেই বিশ্বাসে পথটাও চলতে চাই না। নিজের যোগ্যতা, চেষ্টাতেই একটু একটু করে পথ হাঁটতে ভালোবাসি।’ এদিকে কলকাতার চিত্রনায়ক দেবের সঙ্গে জাহারা মিতুর নতুন চলচ্চিত্র কমান্ডো কবে শেষ হবে। আদৌ রিলিজ হবে কি-না? তা নিয়ে নেটিজেনদের ভেতরে বিস্তর কৌতুহল। তবে সেই জবাবের আগেই জাহারা মিতু ও বাপ্পী চৌধুরীর নতুন রসায়ন তৈরি হয়েছে চলচ্চিত্রে। শাহীন সুমনের নির্দেশনায় ‘কুস্তিগীর’ নামের এই ছবিটির কাজ চলছে। ছবিটিকে ঘিরে রিল লাইফের পাশাপাশি রিয়েল লাইফেও বাপ্পী-মিতুর প্রেমের গুঞ্জনও সরব। তবে এখনকার এই মহামন্দার ইন্ডাস্ট্রিতে ছবিপাড়ার দুয়েকটা চলমান খবরটা যে খুবই জরুরি তা অনেকেই মেনে নেবেন। নতুন কাজ প্রসঙ্গে জাহারা মিতু বলেন, ‘ছবিটির কাজ শেষ করে আরেকটি ছবির কাজ শুরু হবে। এর ভেতরে কিছু টিভিসির কাজ রয়েছে। সব মিলিয়ে নতুন বছরটি ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য আশীর্বাদ হয়ে আসুক, এটা সবার মতো আমিও চাই।’ এখনকার ছবিপাড়ায় নিজের ক্যারিয়ার নিয়ে শঙ্কিত কি-না এমন প্রশ্নে জাহারা মিতু বলেন, ‘না, শঙ্কার তো কিছু দেখি না। সিনেমা হল কমছে। এটা একটা মন খারাপের বিষয়। কিন্তু আমি মনে করি, এই সমস্যারও সমাধান হবে। আর এখন নানা উপায় তৈরি হয়েছে আমাদের কাজগুলো রিলিজ হওয়ার। সারাবিশ্বেই বিভিন্ন মাধ্যমে এখন সিনেমা রিলিজ হচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই ভালো গল্প-প্রডাকশন হলে বিভিন্ন ওয়েব ফিল্ম বা সিরিজ করতে চাই।’ দেবের সঙ্গে ছবিটির মুক্তি প্রসঙ্গে জাহারা মিতু বলেন, ‘দেখুন, ছবি রিলিজ বা এর কতটুকু কাজ বাকি, দেবের শিডিউল, এ সবই প্রডাকশন দেখেন। করোনার কারণে কোনোকিছুই তো সাবলীল ছিল না। তাই আমি মনে করি, সব প্রতিবন্ধকতা পেরিয়েই ছবিটি আমরা শেষ করবো এবং রিলিজও হবে।’