November 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 19th, 2022, 8:05 pm

ফুটবলপ্রেমী তারকাদের উচ্ছ্বাস

অনলাইন ডেস্ক :

সাধারণ ফুটবলপ্রেমীদের পাশাপাশি তারকাদের কাতার ফুটবল বিশ্বকাপ নিয়ে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। অবশেষে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনার ঘরেই গেল বিশ্বকাপ ট্রফি। আর্জেন্টিনা জিতে যাওয়ায় দেশের আর্জেন্টাইন সমর্থনকারী সাধারণ ফুটবলপ্রেমী থেকে শোবিজ তারকারাও যেন জিতে গেছেন। তাদের ফেসবুকজুড়ে চলছে জয়ের উচ্ছ্বাস। আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বাস হয়ে ফেসবুকে অভিনেত্রী পরীমনি লিখেছেন, ‘আমি কেমন বোকার মতো এখনো কানতেছি! রাজ তাড়াতাড়ি আমাকে নিয়ে আর্জেন্টিনা চলো।’ মেসির জয় নিয়ে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, এটা ঘরে নিয়ে যাও মেসি। সঙ্গে জুড়ে দেন দুটো ভালোবাসার চিহ্ন। চিত্রনায়িকা মাহিয়া মাহি ফেসবুক লাইভে এসে মেসির এই জয় উৎযাপন করেন। অভিনেত্রী শাহনাজ খুশি উচ্ছ্বসিত হয়ে লিখেছেন, বছরে বছরে বিনোদনের জন্য সঙ্গী বদলে ফেলার নাম প্রেম নয়!! ভালো, মন্দ, আনন্দ-বেদনায়, আশ্বাস এবং দীর্ঘশ্বাসে বুকের পাঁজরে আটকে থাকা মায়ায় প্রেম! সেও এক যুদ্ধ জয়ের নাম। উন্নাসিকতা অথবা সোকলড আধুনিকতার তুড়ি মেরে এ গভীর অধ্যায় মোছা যাবে না কোনোদিনই। লাভ ইউ কমরেড। ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব লিখেন, ‘কংগ্রাচুলেশনস মেসি। আর্জেন্টিনার বড় ছেলে’ সঙ্গে দুটি ভালোবাসার চিহ্ন জুড়ে দেন এতে। আঁচল আঁখি লিখেন, ‘অভিনন্দন আর্জেনটিনা। লাভ ইউ মেসি।’ বিদ্যা সিনহা মিম ব্রাজিলের সমর্থক। আর্জেন্টিনার জয়ে অভিনন্দন জানিয়ে লিখেন, ‘অভিনন্দন আর্জেন্টিনা’। ওমর সানি ব্রাজিলের সমর্থক। তিনি লিখেছেন, ‘অভিনন্দন মেসি, ব্রাজিল বেস্ট ওয়ার্ল্ড।’ বাংলাদেশের দোয়ায় আর্জেন্টিনা জিতে গেছে ফিফা বিশ্বকাপ ২০২২ বলে দাবি অভিনেতা এফ এস নাইমের। অভিনেত্রী সাবিলা নূর তার ফেসবুক পেজে লিখেছেন, ‘কংগ্রাচুলেশনস লিওনেল মেসি, কংগ্রাচুলেশনস আর্জেন্টিনা। তুমি এটা ডিজার্ভ করো।’ ব্রাজিলের সমর্থক হয়েও আর্জেন্টিনা এবং লিওনেল মেসিকে শুভেচ্ছা জানাতে ভুলে যাননি অভিনেত্রী অধরা খান। আর্জেন্টিনার জয়ে নিজেকে গর্বিত মনে করেন অভিনেত্রী পূজা চেরী। মেসির এই জয়ে শুকরিয়া আদায় করেন ছোট পর্দার আরেক জনপ্রিয় মুখ কেয়া পায়েল। সাফা কবির লিখেছেন, চ্যাম্পিয়ন মেসি। আর্জেন্টিনা এবং মেসির ইতিহাস।