October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, June 4th, 2023, 8:11 pm

ফুটবল মাঠে গ্যালারি থেকে পড়ে দর্শকের মৃত্যু

অনলাইন ডেস্ক :

বুয়েন্স এইরেসে রিভারপ্লেটের মাঠ মনুমেন্তাল স্টেডিয়ামের উঁচু গ্যালারি থেকে পড়ে গিয়ে এক দর্শকের মৃত্য হয়েছে। আর্জেন্টাইন প্রিমেরা ডিভিশনের ম্যাচে শনিবার এই দুর্ঘটনায় ২৬ মিনিট পরই বন্ধ করে দেওয়া হয় রিভারপ্লেট ও দেফেন্সা ই হুস্তিসিয়ার ম্যাচটি। মৌসুমি টিকেট নিয়ে খেলা দেখতে যাওয়া ওই দর্শক কীভাবে পড়ে গেলেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে রিভারপ্লেট ক্লাবের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়, কোনো সংঘর্ষ বা গন্ডগোলের মতো ঘটনা ঘটেনি। “সিভরি আল্তা স্ট্যান্ড থেকে একজন সমর্থক নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে যান, পাশাপাশি পুলিশ ও বিভিন্ন নিরাপত্তা এজেন্সির লোকজনও ছুটে যান।” “ওই দর্শক যে স্ট্যান্ডে ছিলেন, ধারণক্ষমতার ৯০ শতাংশ দর্শক ছিল সেখানে। তার পড়ে যাওয়ার ঘটনায় তৃতীয় কোনো পক্ষ জড়িত ছিল না। ওই সময় গ্যালারিতে বা তার আশপাশে কোনো সংঘর্ষের ঘটনাও ঘটেনি বলে জানা গেছে।” তদন্ত শুরু করার ও প্রমাণ জোগাড়ের জন্য ঘটনার পরপরই ম্যাচ বন্ধ করে দিয়ে দর্শকদের মাঠ থেকে বের করে দেন নিরাপত্তাকর্মীরা।