November 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, April 18th, 2023, 12:22 pm

ফেনীতে আ’লীগের প্রয়াত ও দুঃস্থ নেতাকর্মীদের পরিবারের জন্য চেয়ারম্যানের ঈদ উপহার

ইয়াছিন রনি :

ফেনীর দাগনভূঞা ও সোনাগাজী উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনসমূহের প্রয়াত, ত্যাগী ও দুঃস্থ নেতাকর্মীদের পরিবারের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি দিদারুল কবির রতন।

প্রয়াত যুবলীগ নেতা জাকের হোসেন, মো. সেলিম, মোহাম্মদ হোসেন, আব্দুল করিম, আবুল কালাম ও আ’লীগ নেতা আবু আহমেদ আবুসহ নাম প্রকাশে অনিচ্ছুক দুই উপজেলায় প্রায় ৫ হাজার আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পরিবারের জন্য এ ঈদ উপহার পাঠান তিনি। চেয়ারম্যানের পক্ষ থেকে এসব উপহারসামগ্রী ২৫ রমজান সোমবার সকাল থেকে দুই উপজেলায় প্রতিটা পরিবারে পৌঁছে দেন ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা।