October 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, June 10th, 2022, 9:09 pm

ফেনীতে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ফেনী :
মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে কটুক্তির প্রতিবাদে ফেনীর দাগনভূঞাতে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করেছে। শুক্রবার (১০ জুন) বিকেলে বাজারের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতা হাসনাইন আহমদ আল কাদেরী, বেকের বাজার নুর মোহাম্মদ আজমী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আবসার মনসুর, সাংবাদিক শেখ ফরিদ উদ্দিন আত্তার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু নাসের চৌধুরী আসিফ, পৌর কাউন্সিল নুরুল হুদা সেলিম। মিছিলে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ছাত্রসেনা উপজেলা শাখার নেতৃবৃন্দ ছাড়াও হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশ নেয়।