November 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 24th, 2021, 6:54 pm

ফেনীতে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে হামলায় দোকান কর্মচারীর ‘মৃত্যু’

ফেনীর পরশুরামে মির্জানগর ইউপি চেয়ারম্যান নুরুজ্জমান ভুট্টোর নেতৃত্বে হামলায় শাহীন চৌধুরী নামে এক দোকান কর্মচারীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

এই ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, নিহত শাহীন পরশুরাম বাজারের একটি দোকানে কাজ করতেন। সেখান থেকে হার্ডওয়্যারের সাত লাখ টাকার মালামাল বাকিতে কেনেন চেয়ারম্যান নুরুজ্জমানের সহযোগী হাসেম। বৃহস্পতিবার সন্ধ্যায় পরশুরাম উত্তর বাজারে হাসেমের কাছে পাওনা টাকা চাইলে, তিনি ফোন করে চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টুকে ডেকে আনেন। পরে হাসেম, নুরুজ্জামান ভুট্টু ও তাদের সহযোগীরা শাহীনকে বেধড়ক মারধর করে। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাতেই নিহতের স্ত্রী বাদী হয়ে পরশুরাম থানায় একটি মামলা করেন।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

—ইউএনবি