April 2, 2023

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 9th, 2022, 8:24 pm

ফেনীতে গ্লোবাল ইসলামী ব্যাংকের ৮ম বর্ষপূর্তিতে গুণীজন সংবর্ধনা

জেলা প্রতিনিধি, ফেনী :

গ্লোবাল ইসলামী ব্যাংকের ৮ম বর্ষপূর্তি উপলক্ষে ব্যাংকটির ফেনীর পাঁচগাছিয়া শাখার উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করেন।

মঙ্গলবার রাতে ব্যাংকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আকতার হোসেন। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপুর নাসির মেমোরিয়াল ডিগ্রী কলেজের বিদ্যােৎসাহী সদস্য, ফেনী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জায়লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মিলন, পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক লিটন ও মোটবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ।

গ্লোবাল ইসলামী ব্যাংকের পাঁচগাছিয়া শাখার ব্যবস্থাপক মঈন উদ্দিনের সভাপতিত্বে ও সিলোনিয়া উপশাখার ম্যানেজার খোন্দকার তৌহিদুল ইসলাম রানার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাঁচগাছিয়া জেড.এ.খান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের সভাপতি নিজাম উদ্দিন ভূইয়া, বালিগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওবায়দুল হক, ব্যবসায়ী ফরিদ আহমদ ও আবদুল গোফরান বাচ্চু প্রমুখ।

অনুষ্ঠানে তিনজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সংবর্ধনা ও সম্মাননা দেয়া হয়। এছাড়াও করোনাকালীন সময়ে বিশেষ অবদান রাখায় ভাংগড়া প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি রাকিব মজুমদারকে সম্মাননা স্মারক তুলে দেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক।