July 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 22nd, 2022, 8:13 pm

ফেনীতে ট্রাকচাপায় অটোরিকশা চালকসহ নিহত ২

ফেনীর পাঁচগাছিয়া এলাকায় ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় চারজন আহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে ফেনী-নোয়াখালী অঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার পাঁচগাছিয়া বাজার এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সিএনজি চালক দাগনভূঞা মোমারিজপুর গ্রামের মো. শাকিল (২০) ও ইয়াকুবপুর গ্রামের জেসমিন আক্তার (৪৫)। আহত ব্যক্তিদের নাম ঠিকানা জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতির ট্রাকটি ফেনীর দিক থেকে নোয়াখালীর দিকে যাচ্ছিল। অন্যদিকে অটোরিকশাটি দাগনভূঁঞার দিক থেকে ফেনীর দিকে যাচ্ছিল। এসময় মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হন। নিহত ও আহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক ও অটোরিকশা পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আহত ব্যক্তিদের ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

—ইউএনবি