December 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 27th, 2022, 9:11 pm

ফেনীতে ১৭ কোটি টাকার মাদক ধ্বংস করেছে বিজিবি

জেলা প্রতিনিধি, ফেনী :

ফেনীতে ১৬ কোটি ৮৮ লাখ ৭১ হাজার ৩শ টাকা মুল্যের বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি ৪) ফেনী ব্যাটালিয়ন। বুধবার (২৭ জুলাই) সকালে বিজিবির জায়লস্কর সদর দপ্তরে মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

এ সময় বিশেষ অতিথি ছিলেন বিজিবির কুমিল্লা সদর দপ্তরের সেক্টর কমান্ডার উপ-মহাপরিচালক কর্ণেল মো. মারুফুল আবেদীন, ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একেএম আরিফুল ইসলাম, উপ-অধিনায়ক মেজর মো. জাকির হোসেন, সহকারি পরিচালক মোহাম্মদ আলীউজ্জামান, ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজগর আলী, অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নোয়াখালীর সহকারী পরিচালক আবদুল হামিদ, জেলা শিক্ষা অফিসার কাজী সলিম উল্যাহ,দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি, দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক ও জায়লস্কর ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ মিলন প্রমুখ।

বিজিবি’র জানায়, গত ১ জানুয়ারি ২০১৮ তারিখ হতে ৩০ জুন ২০২২ তারিখ পর্যন্ত উদ্ধারকৃত মাদক দ্রব্যের মধ্যে রয়েছে ৯ হাজার ৩শ ৬৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আনুমানিক মূল্য ৩৭ লাখ ৪৫ হাজার ৬শ টাকা, ১৯ বোতল ভারতীয় ইস্কপ সিরাপ আনুমানিক মূল্য ৭ হাজার ৬শ টাকা, ৬শ ৮৮ ভারতীয় বিয়ার ক্যান-বোতল আনুমানিক মূল্য১ লাখ ৭২ হাজার টাকা, ১৩ হাজার ২শ ১১ বোতল ভারতীয় হুইস্কি আনুমানিক মূল্য ১ কোটি ৯৮ লাখ ১৬ হাজার ৫শ টাকা, ৫শ ১৫.৫ কেজি ভারতীয় গাঁজা আনুমানিক মূল্য ১৮ লাখ ৪ হাজার ২শ ৫০ টাকা, ১৬ হাজার ৪শ ৭৯ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ৪৯ লাখ ৪৩ হাজার ৭শ টাকা, ১৩ লাখ ৮৩ লাখ ৬শ ৬২ পিস ভারতীয় সেনেগ্রা, টার্গেট ও অন্যান্য নেশা জাতীয় ট্যাবলেট মূল্য ১৩ কোটি ৮৩ লাখ ৬৬ হাজার ২শ টাকা, ৩৯.৫ লিটার বাংলা মদ মূল্য ১১ হাজার ৮শ ৫০ টাকা, ৯ বোতল রিকোডেক্স সিরাপ মূল্য ৩ হাজার ৬শ টাকা।
এসময় সর্বমোট ১৬ কোটি ৮৮ লাখ ৭১ হাজার ৩শ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয় ও জেলা প্রশাসনের সহযোগীতায় মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।