October 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 30th, 2022, 4:56 pm

ফেনীর দাগনভূঞায় কুকুরের কামড়ে আহত ১৮

জেলা প্রতিনিধি, ফেনী (দাগনভূঞা) :

ফেনীর দাগনভূঞা উপজেলার বিভিন্ন স্থানে গত বুধবার সকালে পাগলা কুকুরের কামড়ে ১৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, ওই সকালে উপজেলার দক্ষিন আলীপুর গ্রামের মকবুলের টেক, রামনগর , মোহাম্মদপুর ও দক্ষিন করিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত রামনগরের আইয়ান (০২) ও আবদুল্লাহ (০৫)কে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়। এবং মোহাম্মদপুর গ্রামের আশিক (০৮), রামনগরের তাওসান হাসান (১৫মাস) ও অন্তর (১০) কে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকিদের বিভিন্ন বেসরকারী হাসপাতাল ক্লিনিকে নেয়া হয়েছে বলে জানা যায়। রামনগর ইউনিয়নের মো. শাহাদাত হোসেন জানান, হঠাৎ উপজেলার বিভিন্ন স্থানে পাগলা কুকুরের উপদ্রব বেড়ে গেছে। মসজিদের মাইকেও ঘোষনা করা হয়েছে অভিভাবকদের সচেতন করার জন্য। কুকুরের কামড়ে আহতদের জেলা ও উপজেলার হাসপাতাল ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম জানান, পাগলা কুকুরের কামড়ে আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। অতিরিক্ত রক্তক্ষরন হওয়ায় দুইজনকে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয় এবং তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুজন কান্তি শর্মা জানান, কুকুরের কামড়ে আহত হওয়ার খবর পেয়েছি। গ্রামীন এলাকাগুলোতে গিয়ে কুকুরকে ভ্যাকসিন দেয়া হয় না। তবে আক্রান্ত এলাকাগুলোতে কুকুরের ভ্যাকসিন দেয়া হবে। যাতে জলাতঙ্ক রোগ ছড়াতে না পারে।