October 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 12th, 2021, 8:13 pm

ফের আড়ালে ঐন্দ্রিলা

নিজস্ব প্রতিবেদক :

ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা আহমেদ। ২০০১ সালে বাবা প্রয়াত অভিনেতা বুলবুল আহমেদের হাত ধরে টিভি নাটকের অভিনেত্রী হয়ে আসেন। একটা সময় টিভি নাটকের নিয়মিত মুখ ছিলেন। ‘সুভা’ ‘পারমিতার দিনরাত্রি’, ‘অটুট বন্ধন’, ‘ভালোবাসার নীল প্রজাপতি’, ও ‘চন্দ্রহারা রাত্রি’সহ অনেক দর্শকপ্রিয় নাটক তিনি উপহার দিয়েছেন। এ ছাড়া সেই সময়ে কণ্ঠশিল্পী মামুনের ‘রূপের মাইয়া’ গানে মডেল হয়েও বেশ সাড়া ফেলেন এই গ্ল্যামারকন্যা। তবে ক্যারিয়ারের সেই দারুণ সময়ে এই অভিনেত্রী আড়ালে চলে যান। বিশেষ করে তার বাবার মৃত্যুর পর দীর্ঘ সময় অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। তবে ২০১৮ সালে বিরতি ভেঙে অভিনয়ে ফেরেন ‘সুভা’ খ্যাত অভিনেত্রী। এই যাত্রায় তিনি দর্শকপ্রিয় অভিনেতা অপূর্বর সঙ্গে ‘বিলাভড’- শিরোনামের একটি নাটকের মধ্য দিয়ে অভিনয় শুরু করেন। এরপর এফ এস নাঈম ও সজলসহ কয়েকজন তারকার বিপরীতে কিছু নাটকে দেখা যায় এ অভিনেত্রীকে। অভিনয়ের বাইরে বিজ্ঞাপনও নির্মাণ করেন তিনি। একইসঙ্গে দেখা যায় একটি রান্না বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করতে। কিন্তু ফের আড়ালে চলে গেছেন এ অভিনেত্রী। ২০১৯ সালের মাঝামাঝি থেকে কোনো নাটকে কাজ করেননি তিনি। জানান, চলমান শিল্পী-নির্মাতাদের সঙ্গে তাল মিলিয়ে কাজ করা তার পক্ষে সম্ভব না। তার ভাষ্য, আমি যখন কাজ শুরু করি তখন সবাই একে-অপরকে এক পরিবারের মনে করতো। কিন্তু এখন সেটি আর নেই। যার সঙ্গে যার সম্পর্ক সে তাকে নিয়েই কাজ করছে। গল্প অনুযায়ী এখন শিল্পী নির্বাচন কম হয়। কাজ হচ্ছে শিল্পী নির্মাতার সম্পর্কের ওপর। এদিকে এই অভিনেত্রী এখন বাসায় থাকছেন বলে জানান। তিনি বলেন, করোনায় আমি কোনো ঝুঁকি নিতে চাই না। একটি অনুষ্ঠান উপস্থাপনা করতাম। সেটিও ছেড়ে দিয়েছি। পরিবারের সুরক্ষার জন্য বের হচ্ছি না। এরমধ্যে আমার বেশ কয়েকজন কাছের মানুষ করোনায় মারা গেছেন। আম্মু ভ্যাকসিন নেয়ার পরেও করোনায় আক্রান্ত হয়েছেন। তাই পরিবারের সুরক্ষার জন্য বাসায় থাকছি।