অনলাইন ডেস্ক :
দুই যুগের বেশি সময় ধরে শুরু হয়েছিল তাদের যাত্রা। শিশুশিল্পী হিসেবে তাদের দেখেছিলেন সিনেমাপ্রেমীরা। যদিও তারপর একসঙ্গে একের পর এক সিনেমায় অভিনয় করেছেন সোহম চক্রবর্তী এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ‘ফান্দে পড়িয়া বগা কান্দে রে’ থেকে ‘অমানুষ’সহ অসংখ্য সিনেমায় তাদের একসঙ্গে দেখেছেন চলচ্চিত্রপ্রেমীরা। টালিউডের ভেতরের সংবাদ- আবারও নতুন সিনেমায় জুটি বাঁধতে চলেছেন নায়ক-নায়িকা। বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে, পরিচালনার দায়িত্বে থাকবেন অভিমন্যু মুখোপাধ্যায়। রোমান্টিক কমেডির মোড়কে নাকি গল্পকে সাজাচ্ছেন পরিচালক। প্রযোজনার দায়িত্বে নাকি থাকবে ‘দাগ ক্রিয়েটিভ মিডিয়া’। তবে এ মুহূর্তে প্রযোজক, পরিচালক এ নিয়ে কোনো কথাই বলতে চাচ্ছেন না।
অভিমন্যুর পরিচালনায় একাধিক কাজ করেছেন সোহম এবং শ্রাবন্তী। ‘টেকো’, ‘গুগলি’, ‘পিয়া রে’সহ বেশ কিছু সিনেমায় দেখা গেছে এ জুটিকে। এ মুহূর্তে শ্রাবন্তীর ঝুলিতে রয়েছে বেশ কিছু সিনেমা। অন্যদিকে সোহমও একের পর এক সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন। ‘দেব’ অভিনীত ‘প্রধান’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সোহমকে। আগামী দিনে অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গেও কাজ করার কথা তার। অন্যদিকে শ্রাবন্তীর ঝুলিতে রয়েছে ‘দেবী চৌধুরাণী’। সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন শুভ্রজিৎ মিত্র।
এ সিনেমার শুটিং কবে শুরু হবে, তা নিয়েও যেন আলোচনার শেষ নেই। তবে পরিচালকের দাবি এ সবই রটনা। অভিমন্যু পরিচালিত ‘কীর্তন’ সিনেমাটি কয়েক মাস আগে মুক্তি পেয়েছে। সোহম-শ্রাবন্তী জুটিকে কীভাবে দেখা যাবে, সেটাই দেখার বিষয়। এ নতুন সিনেমার লুক সেট হয়নি এখনো। সম্ভবত ফেব্রুয়ারি মাসের পর থেকে শুরু হবে সিনেমার দৃশ্য ধারণের কাজ।
আরও পড়ুন
তিন সিনেমা মুক্তির অপেক্ষায় তুষি
ভিসা জটিলতায় চার যৌথ সিনেমা
নারী নিরপত্তায় কড়া পদক্ষেপ চান: রুক্মিণী