অনলাইন ডেস্ক :
শিশুদের প্রতি ক্রিশ্চিয়ানো রোনালদোর সুন্দর সম্পর্কের কথা সবাই জানে। সে বাচ্চাদের ভালোবাসে। তাইতো আরও কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, সাতটি ব্যালন ডি’অর জয়ের পাশাপাশি সাত সন্তানের বাবা হতে চান। ব্যালন ডি’অর জয়ের কোটা পূর্ণ হবে কী না তা সময়ই বলে দেবে। তবে সৃষ্টিকর্তা সম্ভবত সাত সন্তানের ব্যাপারটি কবুল করে ফেলেছেন। আবারও জমজ সন্তানের বাবা হতে চলেছেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে এক ইন্সটাগ্রাম পোস্টে সেই সুসংবাদ দিলেন পর্তুগিজ অধিনায়ক। সেখানে তিনি বলেন, ‘আমরা (বান্ধবীসহ) জমজ সন্তানের আশা করছি। ঘোষণাটি দিতে পেরে আমরা আনন্দিত। আমরা তাদের (অনাগত সন্তান) সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি।’ আগেও জমজ সন্তান জন্ম দিয়েছিলেন রোনালদোর বান্ধবী জর্জিনা। রোনালদোর মোট চার সন্তান। এবার পরিবারে আরও দুইজন যুক্ত হতে যাচ্ছে।
আরও পড়ুন
শান্তর সেঞ্চুরিতে চালকের আসনে বাংলাদেশ
চমক দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে উগান্ডা
ইমরুল হাসান লিগ কমিটির দায়িত্বে