তিনদিন ধরে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ায় প্রায় দশদিন পর কাটলো তাপপ্রবাহ। তবে দু’দিন পর তাপমাত্রা ফের বাড়ার আভাস রয়েছে।
সোমবার (০৩ মে) এক পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এতে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তত্সংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ বিরাজ করছে উত্তর বঙ্গোপসাগরে।
এই অবস্থায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়ায় কেটেছে মৌসুমের পঞ্চম তাপপ্রবাহ। গত ২৫ এপ্রিল সাত বছরের মধ্যে সব রেকর্ড ছাড়িয়ে তাপমাত্রা উঠেছিল যশোরে ৪১ দশমিক ২ ডিগ্রিতে। এদিন ঢাকাতেও সাত বছরের সকল রেকর্ড ছাড়িয়ে তাপমাত্রা উঠেছিল ৩৯ দশমিক ৫ ডিগ্রিতে।
আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার (৪ মে) সন্ধ্যা নাগাদ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় ঢাকায় দক্ষিণ দক্ষিণ-পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিমি, যা অস্থায়ীভাবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে।
বুধবার নাগাদ তাপমাত্রা ফের বাড়তে পারে। বর্ধিত পাঁচদিনে আবহাওয়া সামান্য পরিবর্তের আভাস রয়েছে।
সোমবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোর ও খেপুপাড়ায়, ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে, ২১ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চাঁদপুরে, ৪৯ মিলিমিটার। ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৯ মিলিমিটার।
আরও পড়ুন
সংসদ ভাঙচুরে ৯০ লাখ টাকার ক্ষতি: নিরাপত্তা জোরদার ও ক্ষয়ক্ষতি নিরূপণে কমিটি গঠন
জাতি পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহায়তা চান ইউনূস
বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও প্রতিষ্ঠানিক গঠনে সহযোগিতা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র