October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 31st, 2022, 7:45 pm

ফের ফিফা র‌্যাংকিংয়ে পেছাল বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

দেশের ফুটবলের দুর্দশা কাটছেই না। এদিকে এবারের ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মাঝে মালদ্বীপের মাঠে ২-০ গোলে হারতে হয়েছে। এরপর সম্প্রতি ঘরের মাঠে মঙ্গোলিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছেন জামাল ভূঁইয়ারা। ফলে ফিফা র‌্যাংকিংয়ে আবার পিছিয়ে গেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৩১ মার্চ) হালনাগাদ র‌্যাংকিংয়ের তালিকা প্রকাশ করেছে ফিফা। বাংলাদেশ দল এখন র‌্যাংকিংয়ের ১৮৮ নম্বর দল। আগের অবস্থান থেকে অবনমন হয়েছে দুই ধাপ। দক্ষিণ এশীয় অঞ্চলের দলগুলোর মাঝে র‌্যাংকিংয়ে সবচেয়ে এগিয়ে আছে ভারত। তাদের অবস্থান এখন ১০৬ নম্বরে। এই অঞ্চলের দলগুলোর মাঝে বাংলাদেশের পরে আছে কেবল শ্রীলঙ্কা ২০৬ নম্বরে। উল্লেখ্য, পাঁচ বছর পর র‌্যাংকিংয়ের শীর্ষে ফিরেছে ফুটবলের সুপার পাওয়ার ব্রাজিল। দীর্ঘদিন শীর্ষস্থান ধরে রাখা বেলজিয়াম চলে গেছে দুইয়ে। তিনে আছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। আর চার নম্বর অবস্থান ধরে রেখেছে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা।