October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 22nd, 2022, 3:29 pm

ফের বিয়ে উদযাপন করলেন লোপেজ-আফ্লেক

অনলাইন ডেস্ক :

জর্জিয়ার সাভানাহতে পরিবার ও বন্ধুদের সামনে দ্বিতীয়বার বিয়ের কার্যক্রম সম্পন্ন করেছেন হলিউড তারকা জুটি জেনিফার লোপেজ ও বেন আফ্লেক।

এর আগে গত মাসে লাস ভেগাসের একটি উপাসনালয়ে ছোট পরিসরে তাদের বিয়ের কার্যক্রম সম্পন্ন হয়েছিল। সেসময় তাদের বন্ধু ও পরিবার জর্জিয়ায় ছিল।

পিপল ম্যাগাজিনের সূত্রমতে, শনিবার তাদের সন্তানদের উপস্থিতিতে জর্জিয়ার সাভানাহতে আফ্লেকের বাড়ির বাইরে তাদের বিয়ের কার্যক্রম সম্পন্ন হয়।

এই তারকা জুটি গত মাসে লাস ভেগাসে তাদের বিয়ে সম্পন্ন হওয়ার বিষয়টি অফিসিয়ালি ভক্তদের জানাতে লোপেজ তার ‘অন দ্যা জে লো’ নিউজলেটারে শেয়ার করেছেন।

গত মাসে জেনিফার বেন আফ্লেক লেখেন, ‘ভালোবাসা সুন্দর। ভালোবাসা মহৎ। প্রেম ধৈর্য্যশীল। বিশ বছরের ধৈর্য্য।’

২০০০ সাল থেকে ৫৩ বছর বয়সী লোপেজ ও ৫০ বছর বয়সী আফ্লেক জুটি বিখ্যাত হয়েছেন। তারা ২০০৩ সালে ‘গিগলি’ ও ২০০৪ সালে ‘জার্সি গাল’ –এ অভিনয় শুরু করে বাগদান করলেও তারা এতদিন বিয়ে করেননি।

গত বছরের ভেনিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে রেড কার্পেট ডেবিউ প্রদর্শন এবং প্যারিসে তাদের সাম্প্রতিক হানিমুন এবং প্যারিসে তাদের রোম্যান্স পুনরুজ্জীবিত করার পর থেকে পাপারাজ্জিরা এই দম্পতিকে ভীষনভাবে অনুসরণ করেছে।

রবিবার এই যুগলের কোনো প্রতিনিধি তাদের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি।