June 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 10th, 2023, 8:12 pm

ফের শাকিবের সিনেমায় রাহুল দেব

অনলাইন ডেস্ক :

ঢাকাই সিনেমার সুপার স্টার শাকিব খান। এবার ঈদে মুক্তি পেয়েছিল তার অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা। সিনেমাটি ব্যবসা সফল হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ের জন্য যুক্ত হওয়ার কথা শোনা গেছে। কিন্তু অফিশিয়ালি কোনো ঘোষণা হয়নি। সম্প্রতি জানা গেছে, নির্মাতা অনন্য মামুনের নতুন সিনেমা ‘দরদ’-এ অভিনয় করবেন তিনি। আগামী ২০ অক্টোবর থেকে শুরু হচ্ছে এর শুটিং। নির্মাতা এরইমধ্যে ‘দরদ’সিনেমার অভিনয় শিল্পীদের নামের একটি অংশ প্রকাশ করেছেন। যেখানে নতুন করে যুক্ত হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল দেব।

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘শিকারি’তে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছিলেন বলিউড অভিনেতা রাহুল দেব। নির্মাতা অনন্য মামুন রাহুল দেবের অভিনয়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘আমাদের ‘দরদ’সিনেমায় এবার যুক্ত হলেন রাহুল দেব। সামনে আরও অনেক কিছু আসবে। আর দ্রুতই আমরা কাজ শুরু করছি।’’ অন্যদিকে গত রোববার ‘দরদ’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব।

ওদিনই নির্মাতা জানান, বিগ বাজেটের এই সিনেমাটি ঈদ ছাড়াই পর্দায় আসবে। এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন বলিউডের সোনাল চৌহান। থাকবেন পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, দেব চন্দ্রিমা, লুৎফুর রহমান জর্জ, ইমতু, এলিনা শাম্মী, রিও প্রমুখ। শাকিবের ‘দরদ’-এ বাংলাদেশের পাশাপাশি সহ-প্রযোজনায় থাকছে ভারতের প্রযোজনা সংস্থা এসকে মুভিজ ও মুম্বাইয়ের ‘ওয়ান ওয়ার্ল্ড মুভিজ’।