November 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 10th, 2024, 9:04 pm

ফের শাকিব-হিমেলকে নিয়ে আরশাদ আদনান

অনলাইন ডেস্ক :

‘প্রিয়তমা’ ছবির সাফল্যের পর হিমেল আশরাফ শুরু করেছেন ‘রাজকুমার’ ছবির শুটিং। গেল মাসেই শেষ হলো সিনেমাটির শুটিং। সিনেমাটি দুটি প্রযোজনা করেছিলেন ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান। আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় আছে এই ত্রয়ীর দ্বিতীয় সিনেমা ‘রাজকুমার’। এর মাঝেই নিজেদের তৃতীয় সিনেমার ইঙ্গিত দিয়েছেন প্রযোজক আরশাদ আদনান। গত শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনজনের একটি ছবি শেয়ার করে আরশাদ আদনান লিখেছেন, ‘আমাদের ত্রয়ীর তৃতীয় আসছে, শিগগিরই ইনশাআল্লাহ।’

সিনেমাটির ব্যাপারে বিস্তারিত না জানালেও পোস্টটির মন্তব্যের ঘর ভরে গেছে শাকিব ভক্তদের শুভেচ্ছা বার্তায়। এই ত্রয়ীকে সবাই জানিয়েছেন, শুভ কামনা। উল্লেখ্য, আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় আছে হিমেল আশরাফ পরিচালিত শাকিব খানের ‘রাজকুমার’। সিনেমাটি তাঁর বিপরীতে দেখা যাবে যুক্তরাষ্ট্রের অভিনেত্রী কোর্টনি কফিকে। সিনেমাটির বেশির ভাগ শুটিং সম্পন্ন হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে। এদিকে এ মাসেই শাকিব শুটিংয়ে চেন্নাই যাচ্ছেন রায়হান রাফি পরিচালিত ‘তুফান’ নামে সিনেমার। মুক্তির অপেক্ষায় আছে শাকিবের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। অনন্য মামুনের পরিচালনায় সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান।