October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 29th, 2024, 8:18 pm

ফেসবুকে ফারুকীর স্পষ্ট বার্তা

অনলাইন ডেস্ক :

ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় আওয়ামী সরকারের। এরপর থেকেই সকল রাজনৈতিক দল দেশে তাদের নিজ নিজ মতাদর্শ প্রতিষ্ঠায় ব্যস্ত। তারা নিজেরা নিজেদেরকে এই আন্দোলনের কৃতিত্ব দিচ্ছেন। তাদেরকে পরিষ্কার বার্তা দিয়ে দিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নির্মাতা লিখেন, ‘বিপ্লব হ্যাজ ঠু মেনি ফাদারস নাউ! সবাই মনে করছে এই বিপ্লব তার। সুতরাং দেশটা উনি বা ওঁরা ঐেবে চাচ্ছে সেভাবেই গোছাতে হবে, চলতে হবে। যেটা ফ্যাসিস্ট সরকারও মনে করতো।’

এই আন্দোলনে জনগণ কোনো দলের বা বিশেষ মতাদর্শ নিয়ে যোগ দেয় নি সে কথা উল্লেখ করে তিনি লিখেন, ‘প্রিয় ভাই ও বোনেরা, গত ৫ আগস্ট কোন বিশেষ মতাদর্শের পক্ষে কোন ম্যান্ডেট প্রদান করে নাই জনগণ! এটা পরিষ্কার মাথায় রাখা ভালো। গত ৫ আগস্ট জনগণ হাসিনার দুঃশাসন থেকে মুক্তির রায় দিয়েছে।’

এখন দেশ কীভাবে চলবে এই রায় ও জনগণ দিবেন বলে তিনি লিখেন, ‘এখন যার যার যা এজেন্ডা আছে, কি ধরনের সরকার বানাতে চান, দেশটাকে কি রকম করতে চান এগুলো নিয়ে জনগণের কাছে যান। জনগণ ভোটে নির্ধারণ করবে কাদেরটার পক্ষে তারা আছে।’ সর্বশেষ তিনি লিখেন, ‘ক্লিয়ার?’ এই আন্দোলনের সমর্থনে সরব ছিলেন এই নির্মাতা। সরকারের পতনের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলতেন। তারই প্রেক্ষিতে তিনি এবার সকলের জন্য এই পরিষ্কার বার্তা দিয়েছেন।