October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 26th, 2023, 8:33 pm

ফেসবুক-ইনস্টাগ্রামে ফিরছেন ট্রাম্প!

অনলাইন ডেস্ক :

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দুই বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছিল সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে। এ সপ্তাহে শেষ হচ্ছে সেই নিষেধাজ্ঞা। এর পরই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ফিরতে পারবেন ট্রাম্প। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুক ও ইনস্টাগ্রামে ফিরতে পারবেন ট্রাম্প। তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তাকে ফেসবুকে ফেরাতে জোর দিচ্ছিলেন রিপাবলিকানরা। চলতি সপ্তাহেই তার অ্যাকাউন্টের দুই বছরের নিষেধাজ্ঞা শেষ হবে। সোশ্যাল প্ল্যাটফর্ম দুটির করপোরেট প্রতিষ্ঠান মেটাও এ তথ্য জানিয়েছে। মেটার গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট নিক ক্লেগ বলেন, ‘আমাদের রাজনীতিবিদরা কী বলেন সেটি জনগণের জানার ব্যবস্থা থাকতে হবে।’ তিনি আরো যোগ করে বলেন, ‘ক্যাপিটল হিলে হামলাকারীদের প্রশংসা করেছিলেন ট্রাম্প। এর ভিত্তিতে তার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। ওই পরিস্থিতিতে সিদ্ধান্তটি ছিল যুগোপযোগী। তবে বর্তমানে ট্রাম্পের অ্যাকাউন্ট জননিরাপত্তার জন্য ঝুঁকি নয়। ফের নিয়মনীতি ভঙ্গ করলে পরবর্তী সময়ে আরো বড় শাস্তির মুখে পড়বেন তিনি।’ এদিকে ট্রাম্প যেহেতু পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাই তার দল রিপাবলিকান পার্টি কয়েক দিন ধরে মেটাকে চাপ দিচ্ছিল তার অ্যাকাউন্টটি সক্রিয় করে দেওয়ার জন্য। মেটা নিষেধাজ্ঞা তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর ফেসবুককে খোঁচা দিয়ে ট্রুথ সোশ্যাল নামে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন ট্রাম্প। সেখানে তিনি লিখেছেন, ‘ফেসবুক কয়েক বিলিয়ন ডলার হারিয়েছে, আপনার প্রিয় প্রেসিডেন্টকে নিষেধাজ্ঞা দিয়ে।’ ২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যান ডোনাল্ড ট্রাম্প। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এ নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়ান। তার নির্দেশে ২০২১ সালে ক্যাপিটাল হিলে আক্রমণ করে রিপাবলিকান পার্টির সমর্থকরা। এ ঘটনার পর ট্রাম্পকে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দেয় ফেসবুক। সূত্র : বিবিসি