July 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, May 22nd, 2024, 4:18 pm

ফেসবুক লাইভে এসে কুলাউড়ার পৌর মেয়রকে প্রাণনাশের হুমকি!

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদকে ফেসবুক লাইভে এসে অশ্লীল ভাষায় গালাগালিসহ প্রাণনাশের হুমকি দিয়েছে সুন্দর আলী নামক কুলাউড়ার চিহ্নিত সন্ত্রাসী। ১৯ মে রোববার রাতে মেয়র কুলাউড়া থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ (নং ৮৬৮) দায়ের করেন। সন্ত্রাসী সুন্দর আলীর বিরুদ্ধে কুলাউড়া থানায় ১৫টি মামলা রয়েছে। পুলিশের ধরাছোঁয়ার বাইরে থেকে তার এই বেপরোয়া সন্ত্রাসী কর্মকান্ড জনমনে উদ্বেগ উৎকন্ঠা বাড়াচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান দিন দিন সে বেপরোয়া হয়ে উঠছে। টুনকো বিষয় নিয়ে সে যে কারো সাথে ঝগড়া লাগিয়ে পরে তার বাহিনী নিয়ে দলবলে আক্রমণ চালায়। তার ভয়ে দূর্ভোগগ্রস্থরাও মুখ খোলতে নারাজ।

মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, কুলাউড়া উপজেলার মনসুর গ্রামের মৃত ছিদ্দেক আলীর পুত্র সন্ত্রাসী সুন্দর আলীর বিরুদ্ধে কুলাউড়া থানায় বর্তমানে ১৫টি নিয়মিত মামলা রয়েছে। এরমধ্যে সে গণধর্ষণসহ ২টি নারী ও শিশু নির্যাতন মামলায় পলাতক আসামী। দুর্ধর্ষ এই সন্ত্রাসী সুন্দর আলীর বিরুদ্ধে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি রফিকুল ইসলাম রেনু একটি মামলা (নং ০৪ তাং ১৭/১২/২০১৬) দায়ের করেন।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম সবুজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সন্ত্রাসী সুন্দর আলী ও তার সহযোগিদের সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন। কিন্তু পরবর্তীতে তিনি আপোষ নিষ্পত্তির নামে মামলাটি প্রত্যাহার করে নিতে বাধ্য হন। ক্ষমতাসীন দলের শীর্ষ নেতারা যেখানে অসহায় সাধারণ মানুষ তাকে নিয়ে সবসময় উদ্বেগ উৎকন্ঠায় থাকতে হয়। গণধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগে মামলা (নং ৭ তারিখ ১২/১১/২০২৩) দায়েরের পর থেকে আত্মগোপন চলে যায় সুন্দর আলী।

মেয়রের অভিযোগ থেকে আরও জানা যায় গত ১৪ মে সন্ধ্যা ৭টায় ও ১৫ মে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ফেসবুক লাইভে এসে সুন্দর আলী মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিনকে সরাসরি হত্যার হুমকি দেয়। সে নাকি মেয়রকে হত্যা করার রায় পেয়েছে।

ইতোপূর্বেও একবার সুন্দর আলী মেয়রকে হুমকি দিলে তিনি গত ২ জানুয়ারি থানায় ডায়রি (নং ৮৩ তারিখ ০২/০১/২০২৪) দায়ের করেন। সুন্দর আলী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে চাঁদাবাজিসহ নানা অপরাধ কর্মকান্ডে বেপরোয়া হয়ে উঠে। মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন জানান তার এই আক্রোশ ও সন্ত্রাসী মনোভাবে হত্যার হুমকি প্রদানে তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। অবিলম্বে তাকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান তিনি।
এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কৈশন্যু গণমাধ্যম কর্মীদের জানান, মূলত গণধর্ষণ মামলার পর থেকে সুন্দর আলী আত্মগোপনে রয়েছে। পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে। তাকে গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে।