অনলাইন ডেস্ক :
‘ফিল্মটি সবার জন্য নয়!’- বারবার এই কথা বলছেন এর নির্মাতা ও শিল্পীরা। আবার পরিবারের সবাইকে নিয়েও দেখতে নিষেধ করছেন। কিন্তু কেন? তার কিছুটা আঁচ করা গেলো গত সোমবার রাতে প্রকাশ হওয়া ‘ফ্রাইডে’ ট্রেলার দেখার মাধ্যমে। এটি দেখার পর নির্দ্বিধায় যে কেউ বলে দেবেন, এমন বোল্ড, নৃশংসতায় ভরা কাজ দেশে এর আগে হয়নি। বলা হয়, কল্পনার চেয়েও বাস্তবতা ভয়ানক। কিন্তু সেই বাস্তব ঘটনা যখন উঠে আসে পর্দায়, তখন নির্মাতারা অনেক কিছু এড়িয়ে যান দর্শকের মানসিকতার কথা ভেবে। তবে নির্মাতা রায়হান রাফী বোধহয় সে পথে হাঁটলেন না। অন্তত ‘ফ্রাইডে’ সিনেমার ২ মিনিট ৪৮ সেকেন্ডের ট্রেলার তেমনটাই ইঙ্গিত করছে। এতে লোভ, কাম, হিংসা ও নৃশংসতা ভয়ানক রূপে ফুটিয়ে তুলেছেন তিনি। ফলে ট্রেলারটি প্রকাশ হওয়ার পর থেকেই দর্শকের মাঝে বিপুল আগ্রহ-আলোচনা তৈরি হয়েছে। ফেসবুক ও ইউটিউবে মন্তব্যের ঘরে তাকালে কেবল দর্শকের বিস্ময়ই চোখে পড়বে। ট্রেলার নামের এই ঝলকে সবচেয়ে বেশি চমকে দিয়েছেন অভিনেত্রী তমা মির্জা। দেখতে সাধারণ এক গৃহিণীর মতো হলেও নৃশংসভাবে খুনের কাজটি তিনিই করেছেন। ছবিটির শুটিং করতে গিয়ে তীব্র মানসিক ধকলের মধ্যে ছিলেন তমা। শুটিং শেষে বাসায় ফিরেও টানা তিনদিন নিজের ঘরে অন্ধকারে বসে ছিলেন তিনি! তমা মির্জা বলেছেন, ‘এটি বিভৎস একটি কনটেন্ট। অভিনেত্রী হিসেবে এটা আমার জীবনের ভয়ানক অভিজ্ঞতা। কখনও ভুলতে পারবো না, এরকম অভিজ্ঞতা। গল্পটি সবাইকে দেখানোর একটাই কারণ, যেন এমন ঘটনা পৃথিবীর কোথাও আর না ঘটে।’ এদিকে নির্মাতা রাফী বেশ কিছু দিন ধরেই সতর্ক বার্তা দিয়ে আসছেন। ট্রেলারের ক্যাপশনেও বললেন, “ফিল্মটি সবার জন্য নয়! পর্দায় লোভ, কাম, হিংসা, নৃশংসতা, আতঙ্ক- সবকিছু একসঙ্গে দেখার প্রস্তুতি যদি আপনার থাকে, তাহলে ‘ফ্রাইডে’ দেখার জন্য আমন্ত্রণ আপনাকে।” ‘ফ্রাইডে’ সিনেমায় তমা মির্জার সঙ্গে আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, মোহাম্মদ বারী, ফারজানা ছবি, নীলাঞ্জনা নীল, মনির আহমেদ শাকিল, অদিতি প্রমুখ। আজ বুধবার ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এ মুক্তি পাবে ছবিটি।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ