October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 14th, 2021, 8:20 pm

ফ্রান্সকে বিশ্বকাপে তুললেন এমবাপ্পে

অনলাইন ডেস্ক :

ফরাসি বিশ্বকাপজয়ী সুপারস্টার কিলিয়ান এমবাপ্পের ক্যারিয়ারে এখন বসন্তকাল। ক্লাব কিংবা জাতীয় দল- সব ক্ষেত্রেই তিনি দুর্দান্ত। শনিবার রাতে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে দুর্বল কাজাখস্তানকে ৮-০ গোলে হারিয়েছে ফ্রান্স। এতে একাই ৪টি গোল করেছেন এমবাপ্পে। দুটি করেছেন করিম বেনজেমা। একটি করে গোল করেন অঁতোয়ান গ্রিজমান ও আদ্রিওঁ রাবিও। এই বিশাল জয়ে এক ম্যাচ হাতে রেখেই কাতার বিশ্বকাপের টিকিট পেয়ে গেল দিদিয়ের দেশ্যমের দল। প্যারিসে অনুষ্ঠিত ম্যাচের ষষ্ঠ মিনিটে বেনজেমার পাস থেকে বল পেয়ে ডান পায়ের শটে ফ্রান্সকে এগিয়ে দেন এমবাপ্পে। দ্বাদশ মিনিটে গোলরক্ষকের ভুলে গোল হজম করে কাজাখস্তান। গোলদাতা এবারও এমবাপ্পে। ৩২তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড। ডান দিক থেকে কোমানের ক্রসে ডি-বক্সে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারের মাঝে লাফিয়ে দর্শনীয় হেডে তিনি বল জালে পাঠান। জাতীয় দলের হয়ে এটাই তার প্রথম হ্যাটট্রিক। ১৯৮৫ সালে ডমিনিক অগস্তুর পর ফ্রান্সের প্রথম কোনো খেলোয়াড়ের হ্যাটট্রিক এটি দ্বিতীয়ার্ধে চার মিনিটের মধ্যে দুই গোল করে ব্যবধান আরো বাড়ান বেনজেমা। চতুর্থ গোলটি আসে ৫৫তম মিনিটে। পরের গোলটি এমবাপ্পের পাস ডি-বক্সে পেয়ে ফাঁকা জালে বল পাঠান ক্লাবের হয়েও দারুণ ছন্দে থাকা বেনজেমা। এর একটু পর তাকে তুলে নেন কোচ। ৭৫তম মিনিটে গ্রিজমানের কর্নারে জোরালো হেডে গোলটি করেন জুভেন্তাস মিডফিল্ডার রাবিও। ৮৪তম মিনিটে সফল স্পট-কিকে স্কোরলাইন ৭-০ করেন গ্রিজমান। আর নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে ডি-বক্সে মুসা দিয়াবির পাস থেকে নিজের চতুর্থ গোলটি করেন এমবাপে।