November 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, June 13th, 2021, 2:29 pm

ফ্রান্সে বিমান বিধ্বস্ত, নিহত ৩

অনলাইন ডেস্ক :

ফ্রান্সের লিলি শহরের কাছাকাছি ওয়ামব্রেচিসে চার সিটের ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে তিন জন নিহত হয়েছেন।

শনিবার দেশটির উত্তরাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়।

বিমানে থাকা তিনজন আরোহীর সবাই মারা গেছেন। তাদের একজনের বয়স ২৯ এবং বাকি দু’জনের বয়স ৫৩ এবং ৬১ বছর।

প্রসিকিউটর ক্যারল এতিয়েনে জানিয়েছেন, রবিন এইচআর ১০০ বিমানটি উড্ডয়নের কিছু সময় পরেই বিধ্বস্ত হয়। দেশটির লিলি শহরের কাছাকাছি ওয়ামব্রেচিসের কাছে বিধ্বস্ত হয় এটি। তবে কি কারণে এটি বিধ্বস্ত হয়েছে সে বিষয়ে এখনও কিছু জানা না গেলেও ইঞ্জিনে গোলযোগের কারণে এমনটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিন আরোহী বেলজিয়ামের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন বলেও জানান তিনি।