অনলাইন ডেস্ক :
দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অভিন্ন স্বার্থের অসংখ্য ইস্যুতে আলোচনা করতে ফ্রান্স সফরে যাচ্ছেন সৌদি আরবের ভবিষ্যৎ বাদশাহ মোহাম্মদ বিন সালমান। প্যারিসের এলিসি প্রাসাদে শুক্রবার (১৬ জুন) ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে মধ্যাহ্নভোজ বৈঠকে অংশ নেবেন যুবরাজ সালমান। সফরটি দীর্ঘতর হবে বলে আশা করা হচ্ছে। গত বছরের জুলাইয়ে সালমানের প্যারিস সফরের তুলনায় এবারের আলোচনা আরও বহুমুখী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পাশাপাশি ইন্টারন্যাশনাল ব্যুরো অব এক্সপোজিশন মিটিং এবং গ্লোবাল ফাইন্যান্সিং প্যাক্ট সম্মেলনেও অংশ নেওয়ার কথা রয়েছে যুবরাজ সালমানের। সফরে লেবানন, সিরিয়া, ইরাক এবং ইরানের পারমাণবিক চুক্তি নিয়েও খোলামেলা আলোচনা হবে দুই নেতার। সম্প্রতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ঠিকঠাক করেছে সৌদি আরব। এলিসি প্রাসাদ বলছে, ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের এই স্বাভাবিককরণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই প্রবল অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে লেবানন। গত বছরের অক্টোবরে মিশেল আউনের মেয়াদ শেষ হওয়ার পর থেকে দেশটির প্রেসিডেন্টের পদটি খালি রয়েছে। এলিসি প্রাসাদ বলছে, লেবাননের নির্বাচনে সৌদি আরব বা ফ্রান্স সরকারের হস্তক্ষেপ করার কোনো ইচ্ছে নেই। তার চেয়ে দেশটির স্থিতিশীলতা এবং নিরাপত্তা নিশ্চিত করা রিয়াদ-প্যারিসের অন্যতম লক্ষ্য। এ ছাড়া সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদকে কী কী শর্তে আরব লীগে ফেরানো হয়েছে তা নিয়েও ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন যুবরাজ সালমান। মধ্যপ্রাচ্যের বাইরে আলোচনায় প্রাধান্য পাবে ইউক্রেন যুদ্ধ। শান্তিপূর্ণ উপায়ে যুদ্ধ বন্ধের প্রক্রিয়া নিয়ে আলোচনা করবেন দুই নেতা। সূত্র: আরব নিউজ
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু