অনলাইন ডেস্ক :
এমন ঘটনা প্রকাশ্যে প্রথমই বলা চলে। ঈদের সিনেমার হাইপ প্রতিযোগিতায় গত বৃহস্পতিবার দুপুরে, হুট করেই ‘সুড়ঙ্গ’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান দাবি করে মুক্তির প্রথম সাত দিনে শুধুমাত্র সিনেপ্লেক্সে বিক্রি হয়েছে সিনেমাটির দুই কোটি ৫০ লাখ টাকার টিকিট। সন্ধ্যায় এলো নতুন দাবি; ‘প্রিয়তমা’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান বলছে, একই সময়ে ৩১৫০ টিরও বেশি শো’তে ১০ কোটি ৩০ লাখ টাকার টিকেট বিক্রি হয়েছে। এই হিসাবে ঈদের দুই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানের দাবি করা প্রকাশিত তথ্যে বলাই যায়, মুক্তির প্রথম সাত দিনে টিকিট বিক্রিতে শাকিবের চেয়ে ৭ কোটি ৮০ লাখ টাকা পিছিয়ে নিশো। তবে এখানে ‘সুড়ঙ্গ’ সিনেমার বাকী হলের তথ্য প্রকাশ্যে নিয়ে এলে এই হিসাব কিছুটা কমবে। যদিও এনটিভি অনলাইন প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া এবং আলফা আই ও চরকির টিকিট বিক্রির এসব দাবির সতত্যা নিশ্চিত হতে পারেনি।
‘প্রিয়তমা’য় জুটিবেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও কলকাতার ইধিকা পাল। দেশে ঈদের দিন (২৯ জুন) সিনেমাটি ১০৫টি হলে মুক্তি পায়। দ্বিতীয় সপ্তাহে তা বেড়ে ১০৮টি হয়েছে। ফলে এই সপ্তাহে দেশ-বিদেশ মিলিয়ে মোট দেড়শ’ প্রেক্ষাগৃহে চলবে সিনেমাটি। অন্যদিকে, ‘সুড়ঙ্গ’ সিনেমাটি চলছে স্টার সিনেপ্লেক্সের ৭টি শাখাসহ দেশের ২৭টি সিনেমা হলে। রায়হান রাফি পরিচালিত সিনেমাটির মাধ্যমে আফরান নিশোর চলচ্চিত্রে অভিষেক হয়েছে। এতে তাঁর বিপরীতে রয়েছেন তমা মির্জা।
আরও পড়ুন
সিরিয়ায় ইসরাইলি হামলায় নিহত ১৪, আহত ৪৩
জিম্মি মুক্তির দাবিতে ইসরায়েলের রাজপথে সাত লাখের বেশি মানুষ
বিতর্কে মুখোমুখি হচ্ছেন হ্যারিস-ট্রাম্প, অপেক্ষায় লাখ লাখ মার্কিনি