বগুড়া জেলা কারাগারের ছাদ ফুটো করে গভীর রাতে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার কয়েদিকে রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ
মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিরা হলেন- কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা এলাকার নজরুল ইসলাম মজনু (৯৯৮), নরসিংদীর মাধবদী উপজেলার ফজরকান্দি এলাকার আমির হোসেন (৫১০৫), বগুড়ার কাহালু পৌরসভার মেয়র আব্দুল মান্নানের ছেলে মো. জাকারিয়া (৩৬৮৫) এবং বগুড়ার কুটুরবাড়ি পশ্চিমপাড়া এলাকার ফরিদ শেখ (৪২৫২)।
বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ৯টায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তি।
বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৫৫ মিনিটে খবর আসে বগুড়া জেলা কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি পালিয়ে গেছেন। পরে ভোর সাড়ে ৪টার দিকে পুলিশ তাদের আধ কিলোমিটার দূরে চেলোপাড়া ব্রিজ এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
—–ইউএনবি
আরও পড়ুন
রাজধানীতে ঈদে মিলাদুন্নবী (স) উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
১ জুলাই-১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের তথ্য জমা দেওয়ার আহ্বান জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং দলের
সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্তসহ চারজন আটক