বগুড়া -৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ডা. জিয়াউল হক মোল্লার গাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। এতে জিয়াউল হক মোল্লাসহ ৪ নেতা-কর্মীর আহত হয়েছেন।
সোমবার (১১ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে কাহালু উপজেলার তিনদিঘী এলাকায় গণসংযোগ করতে গেলে এ ঘটনা ঘটে।
ডা. জিয়াউল হক মোল্লা কাহালু উপজেলার বাসিন্দা। তবে তিনি বর্তমানে বগুড়া শহরের মালতিনগরে বাস করেন।
হামলার বিষয়টি নিশ্চিত করেছেন কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা।
তবে প্রতীক বরাদ্দের আগে এমন গণসংযোগ আচরণবিধির লঙ্ঘন হিসেবে বলছেন নির্বাচন কর্মকর্তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে ডা. জিয়াউল হক মোল্লা ব্যক্তিগত গাড়ি নিয়ে কাহালুর কালাই ইউনিয়নের তিনদিঘী এলাকায় গণসংযোগ করতে যান। এ সময় ওই এলাকায় ৮ থেকে ১০ জন ব্যক্তি তার গাড়িতে ইটপাটকেল ও লাঠিসোটা ছোঁড়েন। এতে ডা. জিয়াউল হক মোল্লাসহ অন্তত ৪ জন আহত হন।
জিয়াউল হক মোল্লা বলেন, ‘গণসংযোগ করার জন্য তিনদীঘি এলাকায় গেলে আমার গাড়িতে কয়েকজন ইটপাটকেল ছুঁড়ে। এতে আমিসহ ৪ জনের শরীরের বিভিন্ন স্থানে কেটে ও ফেটে গেছে। আমি তাদের চিনি না। তবে আমার লোকজন কয়েকজনকে চিনেছে। তারা কোনো দলের কি না তাও বলতে পারছি না।’
ওসি সেলিম রেজা বলেন, ডা. জিয়াউল হক নির্বাচনী প্রচরণার কাজে ওই এলাকায় গিয়েছিলেন। পরে সেখানে হামলার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখনো কেউ কোনো লিখিত অভিযোগ করেননি।
সিনিয়র জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান বলেন, প্রতীক পাওয়ার আগে কেউ নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না। এটা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী।
ডা. জিয়াউল হক মোল্লার নির্বাচনী প্রচারণা চালানোর বিষয়ে সোমবার (১১ ডিসেম্বর) এক প্রার্থী অভিযোগ করেন।
—-ইউএনবি
আরও পড়ুন
নতুন এমডি নিয়োগের প্রতিবাদে পেট্রোবাংলার কার্যালয়ে ভাঙচুর
২১ দিন ধরে বন্ধ ফেনী জেনারেল হাসপাতালের ডায়ালাইসিস সেবা
আবু সাঈদ হত্যা: অভিযুক্ত ২ পুলিশ সদস্যের ৪ দিনের রিমান্ড মঞ্জুর