October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 27th, 2022, 2:15 pm

বগুড়ায় বাস খাদে পড়ে নিহত ১, আহত ১৫

ছবি: সংগৃহীত

বগুড়ার মোকামতলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরের পাশে লস্করপুর এলাকায় দুর্ঘটনা এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর ও তিনি বাস চালকের সহকারী বলে জানা গেছে। তবে তার পরিচয় জানা যায়নি।

স্থানীয় মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র জানায়, রুপা পরিবহনের একটি বাস মহাসড়কের পশ্চিম পার্শ্বে বৈদ্যুতিক খুটির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে খাদে পড়ে যায়। এসময় বাসের নিচে চাপা পড়ে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হন।

শিবগঞ্জ থানার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সৈয়দ আলমগীর হোসেন জানান, হাইওয়ে পুলিশ বাসটি উদ্ধার করেছে এবং লাশ পুলিশ হেফাজতে রয়েছে।

—ইউএনবি