নলকা সেতুর সংস্কার ও ফোর লেন নির্মাণে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের প্রায় ২১ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত এ তীব্র যানজটে যাত্রীরা দুর্ভোগে পড়েন।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন ও হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, এ মহাসড়কের ফোর লেন নির্মাণ ও নলকা সেতুর সংস্কার কাজ চলছে। চলমান কাজের কারণে মুলিবাড়ী থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত প্রায় ২১ কিলোমিটার জুড়ে এ যানজটের সৃষ্টি হয়।
তারা জানান, নলকা সেতুর পূর্ব, পশ্চিমপাড় ও মুলিবাড়িতে ফোর লেন কাজে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ যানজট নিরসনে দিনরাত কাজ করছে পুলিশ। পুলিশের দিক নির্দেশনায় কয়েক ঘণ্টার মধ্যে যানজট কমে আসে। আর দুপুরের পর থেকে যান চলাচল একেবারে স্বাভাবিক হয়ে যায়।
—-ইউএনবি
আরও পড়ুন
দুর্ঘটনাপ্রবণ সড়কে পরিণত হচ্ছে এক্সপ্রেসওয়ে
কুলাউড়ায় ঝড়ে দেড় শতাধিক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত
ঢাকায় রমজানে কম দামে মাংস-ডিম বিক্রি করবে প্রাণিসম্পদ মন্ত্রণালয়