জেলা প্রতিনিধি:
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানযট সৃষ্টি হয় বুধবার (৫ জুলাই) ভোরে। দীর্ঘ সাত ঘণ্টা পর বুধবার (৫ জুলাই) দুপুর ১২টার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এর আগে ভোর ৫টা থেকে অতিরিক্ত যানবাহনের চাপ ও চালকদের বেপরোয়া গাড়ি চলাচলের কারণে বঙ্গবন্ধু সেতুপূর্ব থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পর্যন্ত থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন গন্তব্যে যাওয়া মানুষ। পুলিশ জানায়, এলেঙ্গা থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত চার লেন। আবার এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব পর্যন্ত দুই লেন। চার লেনের যানবাহন যখন দুই লেনে প্রবেশ করে তখন মহাসড়কের ওই অংশে ধীরগতি শুরু হয়।
অন্যদিকে গত মঙ্গলবার মধ্যরাত থেকে এ মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। এর প্রভাবে বুধবার(৫ জুলাই) ভোর থেকে থেমে থেমে যানজট ছিল। এ বিষয়ে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ভোর থেকে যানবাহনের চাপ বেড়েছে মহাসড়কে। এ ছাড়া ভূঞাপুর লিংক রোডে একটা দুর্ঘটনার কারণে বেশকিছু সময় যানজটের সৃষ্টি হয়েছিল। বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক।
আরও পড়ুন
বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের তথ্যভাণ্ডার তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে: উপদেষ্টা
আড়িয়াল বিল দখলমুক্ত করতে কঠোর পদক্ষেপের নির্দেশ পানিসম্পদ উপদেষ্টার
নেতাদের গাড়িবহর পরিহারের নির্দেশ বিএনপির