রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আশপাশের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় বাজার সেখানে অস্বাভাবিক যানজটের সৃষ্টি হয়।
মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে লাগা আগুন ফায়ার সার্ভিস, পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনী নেভানোর চেষ্টা করেছে।
ডিএমপি ট্রাফিক লালবাগ জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জয়িতা দাস বলেন যে আগুন নিয়ন্ত্রণের কাজ সহজ করতে সংলগ্ন এলাকায় যান চলাচল বন্ধ রাখা হয়। হাইকোর্ট-গুলিস্তান, বঙ্গবাজার, গোলাপ শাহ মাজার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ঢাকা মেডিকেল পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ ও সীমিত করা হয়েছে।
তিনি আরও বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই এলাকায় যান চলাচলের এই নির্দেশনা বলবৎ থাকবে। সাধারণ মানুষকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য অনুরোধ করা হচ্ছে।
—-ইউএনবি
আরও পড়ুন
মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৩৩৮ প্রার্থীর আপিল: ইসি
৩৩৮ ওসি ও ২০৫ জন ইউএনওর বদলির প্রস্তাবে ইসির অনুমোদন
নাশকতার মামলায় বিএনপির ২৯ নেতা-কর্মীর কারাদণ্ড