February 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 26th, 2021, 7:41 pm

বড়দিনে ব্রাজিলে গোলাগুলিতে নিহত ৫

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ফোর্তালেজায় শনিবার ভোরে একটি ফুটবল মাঠে বড়দিন উদযাপনের সময় গোলাগুলিতে পাঁচ জন নিহত ও ছয় জন আহত হয়েছেন। সিয়েরা রাজ্যের পাবলিক সিকিউরিটি সেক্রেটারিয়েট এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির প্রেস অফিস থেকে জানানো হয়, এই ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, সন্ত্রাসী দলগুলোর মধ্যে দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। তাদের একজনের বয়স ২১, অপরজনের ২৬। তাদের বিরদ্ধে অপরাধ সংঘটন, অবৈধ আগ্নেয়াস্ত্র, চুরি ও শান্তি ভঙ্গের মতো অভিযোগে পুলিশের কাছে মামলার রেকর্ড ছিল।