October 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 3rd, 2023, 8:50 pm

বড় ধরনের চমক নিয়ে আসছে চয়নিকা

অনলাইন ডেস্ক :

গত ঈদে দুটি বড় বাজেট ও বড় ব্যানারের ছবির সাথে পাঞ্জা লড়ে নিজের নির্মাণ মেরিটেই ‘প্রহেলিকা’ নিয়ে আলোচনা ও প্রশংসা কুড়িয়েছেন চয়নিকা চৌধুরী। ক্যারিয়ারের দ্বিতীয় চলচ্চিত্র হিসেবে এমন সাফল্য খুব স্বাভাবিকভাবেই আনন্দ দেবে একজন নির্মাতাকে। ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’, ‘সুড়ঙ্গ’র সঙ্গে ‘প্রহেলিকা’ ছবিটির বাণিজ্যিক সাফল্যও দারুণ। চয়নিকা চৌধুরী পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, শবনম বুবলীসহ অনেকে। মুক্তির দু-মাস পরে এখনও সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, রাজশাহী, যমুনা ব্লকবাস্টার ও বনলতায় চলছে ছবিটি। চয়নিকা চৌধুরী বলেন, যেটা চাওয়া ছিল তার থেকে ‘প্রহেলিকা’ থেকে বেশি ভালোবাসা পেয়েছি। এত বড় বড় তারকার সঙ্গে আমার ছবিটি মানুষ দেখে তাদের ভালোলাগা প্রকাশ করেছেন এটাতে আমি অনেক খুশি। শুধু দেশ থেকে নয়, সুদূর অস্ট্রেলিয়া থেকেও ভালোবাসা পেয়েছি।

সেখানে একদিনে পরপর তিনটি শো প্রহেলিকা ছাড়া কোনো ছবির হয়নি। সেপ্টেম্বরে আমেরিকাতেও প্রহেলিকা মুক্তি পাবে। নির্মাতা হিসেবে আসলে সবার কাছে কৃতজ্ঞ।’ নির্মাতা আরও বলেন, ‘দর্শকরা আমাকে ভালোবাসা দিয়ে চয়নিকা চৌধুরী বানিয়েছেন। তাদের ভালোবাসা না থাকলে এই পথচলা অনেক আগে থেমে যেত। প্রহেলিকার মাধ্যমে দর্শক শুধু নির্দিষ্ট কিছু ভালো বলছে না, তারা শিল্পীদের অভিনয়, গল্প, নির্মাণ, গান সবকিছু ভালো বলছেন। সিনেমা তো আসলে অনেক বড় ব্যাপার, প্রহেলিকা মুক্তির মাধ্যমে আবারও প্রমাণ পেলাম দর্শকরা আমাকে অনেক ভালোবাসে এবং সাপোর্ট করে, এতে আমি অনুপ্রাণিত।’ আগামীতে চয়নিকা চৌধুরী শুরু করবেন তার তৃৃতীয় ছবি ছবি ‘সোলমেট’-এর শুটিং।

এটি পুরোপুরি প্রেমের গল্প। আগামী মার্চে এই ছবির শুটিং করার ইচ্ছে আছে তার। চয়নিকা বলেন, ‘আমি যেসব নির্মাণের মাধ্যমে চয়নিকা চৌধুরী হয়েছে সোলমেট বা সখা হচ্ছে সেই লেভেলের ভালোবাসার গল্প।’ তবে এই ছবির পাত্রপাত্রী কে, তা এখনই প্রকাশ করতে নারাজ চয়নিকা। তিনি বলেন, ‘ছবিতে দারুণ কিছু চমক রাখছি। যা দর্শকদের ব্যপক কৌতুহলী করে তুলবে। ছবিটি আগে শুটিংয়ে গড়াক। তারপরই ঘটা করে বিস্তারিত জানাবো।’