October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 17th, 2023, 8:07 pm

বড় শাস্তির মুখে স্যামুয়েলস

অনলাইন ডেস্ক :

ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার মারলন স্যামুয়েলস বড় শাস্তির আশংকায় আছেন। তার বিরুদ্ধে এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) দুর্নীতিবিরোধী আইনের চারটি ধারা ভঙ্গের অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। ওয়েস্ট ইন্ডিজের দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী তারকাকে ইতোমধ্যেই দোষী সাব্যস্ত করা হয়েছে। এখন দুই পক্ষের যুক্তিতর্ক শোনার পর স্যামুয়েলসের শাস্তি ঘোষণা করবে আইসিসির দুর্নীতিবিরোধী স্বাধীন ট্রাইব্যুনাল। ২০২১ সালে স্যামুয়েলসের বিরুদ্ধে অভিযোগ এনেছিল আইসিসি। তার বিরুদ্ধে অভিযোগ সবই ২০১৯ সালের আবু ধাবি টি-টেন টুর্নামেন্টে অংশগ্রহণের সঙ্গে সম্পর্কিত। সেবার কর্নাটক টাস্কার্সের স্কোয়াডে থাকলেও কোনো ম্যাচ খেলতে পারেননি স্যামুয়েলস।

তার বিরুদ্ধে ক্রিকেটকে কলঙ্কিত করতে পারে এমন পরিস্থিতিতে কারও কাছ থেকে পাওয়া কোনো উপহার, অর্থ, আতিথেয়তা কিংবা অন্য সুবিধাপ্রাপ্তির কথা দুর্নীতিবিরোধী কর্মকর্তার কাছে প্রকাশ না করার ধারাটি ভঙ্গের প্রমাণ মিলেছে। এছাড়া ৭৫০ ডলার বা তার বেশি মূল্যের আতিথেয়তার রিসিট না দেখানো, দুর্নীতিবিরোধী কর্মকর্তার তদন্তে সহায়তা না করা এবং তদন্তের জন্য প্রাসঙ্গিক হতে পারে এমন তথ্য গোপন করে দুর্নীতিবিরোধী কর্মকর্তার তদন্তে বাধা বা বিলম্বিত করা- সব মিলিয়ে চারটি ধারা ভঙ্গ করেছেন স্যামুয়েলস। দেশের হয়ে ৭১ টেস্ট, ২০৭ ওয়ানডে ও ৬৭ টি-টোয়েন্টি খেলা স্যামুয়েলসের ক্যারিয়ারজুড়েই ছিল বিতর্ক। এর মাঝেও ১৭টি আন্তর্জাতিক সেঞ্চুরি করেছেন। রান করেছেন ১১ হাজারেরও বেশি।