November 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 16th, 2022, 7:47 pm

বদলে যেতে পারে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচের ভেন্যু

অনলাইন ডেস্ক :

রাজনৈতিক অস্থিরতায় ক্রিকেট ভেন্যু হিসেবে পাকিস্তানকে প্রায়ই অনিশ্চয়তায় পড়তে হয়। জঙ্গি হামলার পর দীর্ঘকাল দেশটি থেকে আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসনে গিয়েছিল। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে ক্রিকেট জমে উঠেছিল দেশটিতে। কিন্তু সাম্প্রতিককালে রাজনৈতিক অস্থিরতা নতুন করে দেশটির ক্রিকেটে প্রতিবন্ধকতা তৈরি করছে। রাজনৈতিক কারণে এবার বদলে যেতে পারে ম্যাচের ভেন্যু। চলতি মাসের শেষের দিকে ইংল্যান্ড টেস্ট দল যাবে পাকিস্তান সফরে। এই সফরে দুদলের প্রথম টেস্টের পূর্বনির্ধারিত ভেন্যু পরিবর্তনের কথা ভাবতে হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)। একই সঙ্গে রাখতে হচ্ছে বিকল্প ভেন্যুর ব্যবস্থা। সূচি অনুযায়ী, রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্ট শুরু হওয়ার কথা আগামী ১ ডিসেম্বর। কিন্তু সেদিন একটি রাজনৈতিক দল লংমার্চ করবে সেদিকে। তাই পিসিবি টেস্টের ভেন্যু পরিবর্তন করে করাচিতে প্রথম টেস্ট আয়োজন করা যায় কি-না তা ভাবছে। এই সিরিজের তৃতীয় টেস্টটিও করাচিতে হওয়ার কথা। ১৭ ডিসেম্বর শুরু হবে তৃতীয় টেস্টটি। এর আগে ৯ ডিসেম্বর মুলতানে শুরু হবে দ্বিতীয় টেস্ট। যদি শেষ পর্যন্ত রাওয়ালপিন্ডিতে টেস্ট আয়োজন সম্ভব না হয় তাহলে তৃতীয় টেস্টের আগে প্রথম টেস্টও করাচিতেই অনুষ্ঠিত হবে। সে ক্ষেত্রে আসবে ইংল্যান্ডের সফরসূচিতেও পরিবর্তন। সিরিজ উপলক্ষে ২৭ নভেম্বর ইসলামাবাদে পৌঁছানোর কথা ইংল্যান্ডের। পিসিবি সূত্র জানায়, এখনও ভেন্যু পরিবর্তনের কোনো সিদ্ধান্ত হয়নি। পিসিবি সরকার ও সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেছে। কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে। উল্লেখ্য, পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সম্প্রতি হামলার শিকার হলে পাকিস্তান সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ইংলিশ ক্রিকেটাররা।