October 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 27th, 2022, 1:28 pm

বনশ্রীর জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর দক্ষিণ বনশ্রীতে সোমবার সকালে একটি জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, সকাল পৌনে ১১টার দিকে ‘রক্সি স্যান্ডেল’ কারখানায় আগুন লাগে।

খবর পেয়ে খিলগাঁও ও তেজগাঁও ফায়ার স্টেশনের ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি বলে জানান তিনি।

—ইউএনবি