September 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 27th, 2024, 8:43 pm

বন্যার্তদের সহায়তায় ব্যয় হবে ‘বানভাসি জীবন’ গানের আয়

অনলাইন ডেস্ক :

বানভাসি মানুষের আর্তনাদ-আহাজারি নিয়ে প্রকাশিত হলো গান ‘বানভাসি জীবন’। লাখ লাখ মানুষ বন্যায় বসতবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে-এমন প্রেক্ষাপট নিয়ে গানটির কথা লিখেছেন তারেক আনন্দ। সুর, সংগীত ও কণ্ঠ দিয়েছেন শাহরিয়ার রাফাত। রাফাত বলেন, ‘গানের কথা পাওয়ার পরই সুরে ডুবে যাই। খুব বেশি সময় লাগেনি, এক-দেড় ঘণ্টায় গানটির সুর-সংগীত করেছি।

আশা করছি, গানটি মানুষের হৃদয় ছুঁয়ে যাবে।’ গীতিকার তারেক আনন্দ বলেন, ‘হাতে হাত ধরে দুঃসময় করবো পার, তোমাদের কষ্টগুলো আমাদের সবার-এটি গানের ব্রিজ লাইন। যারা এই মুহূর্তে কষ্টে আছেন, তাদের কষ্টের ভাগ আমরাও নিলাম। বানভাসি মানুষের ক্ষত দ্রুত সেরে উঠুক।’ ‘গানটি কপিরাইট ফ্রি, উন্মুক্ত। যে কেউ ইচ্ছে করলে সব ডিজিটাল প্ল্যাটফর্মে গানটি প্রকাশ করতে পারবেন। এখান থেকে সামান্য আয় যদি আসে, সেটি বানভাসি মানুষদের কাছে পৌঁছে দেবো,’ বলেন তিনি। গানটি প্রকাশিত হয়েছে শিল্পী শাহরিয়ার রাফাত ও গীতিকার তারেক আনন্দের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।