September 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 1st, 2024, 8:59 pm

বন্যার আশঙ্কায় মিয়ানমারের উত্তরাঞ্চল ছাড়ছে বাসিন্দারা

সিনহুয়া, ইয়াঙ্গুন :

ভারী বর্ষণের কারণে আইয়ারওয়াদি নদী বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা আতঙ্ক ছড়িয়েছে মিয়ানমারের উত্তরাঞ্চলে। বন্যার আশঙ্কায় দেশটির উত্তরের কাচিন রাজ্য থেকে প্রায় ২ হাজার পরিবারকে সরিয়ে নিয়েছে রাজ্য সরকার।

সোমবার (১ জুলাই) কাচিন রাজ্য সরকারের এক সদস্য জানিয়েছেন, ওই অঞ্চলে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে স্থানীয়দের নিরাপদে সরিয়ে নিতে প্রশাসনের কার্যক্রম অব্যহত রয়েছে।

স্থানীয় ৩০টি স্কুল, গির্জা এবং মঠকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র বানিয়ে বন্যাকবলিতদের সেখানে স্থানান্তরিত করা হচ্ছে বলে জানান তিনি।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারী বর্ষণের কারণে সেখানকার মাইটকিনা ও ওয়াইংমাও শহরে এক হাজারের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

সোমবার মিয়ানমারের আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাইটকিনা শহরের পাশ দিয়ে বয়ে চলা আইয়ারওয়াদি নদী বিপৎসীমার প্রায় পাঁচ ফুট ওপরে প্রবাহিত হচ্ছে।

আগামী দুই দিনের মধ্যে পানির উচ্চতা আরও দুই ফুট বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।