অনলাইন ডেস্ক :
পিএসজির ডাগআউটে ক্রিস্তোফার গালতিয়ের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার খবর আসছিল বেশ কিছুদিন ধরেই। শেষ পর্যন্ত চাকরি হারালেন এই ফরাসি কোচ। প্যারিসের ক্লাবটির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো তাকে। ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে বুধবার গালতিয়ের সঙ্গে চুক্তি বাতিলের কথা জানায় পিএসজি। চুক্তির মেয়াদ এক বছর বাকি থাকতেই দুই পক্ষের পথ আলাদা হয়ে গেল। ২০২২-২৩ মৌসুম শুরুর আগে পিএসজির সঙ্গে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হন গালতিয়ে। তার হাত ধরে ক্লাবটি গত মৌসুমে রেকর্ড ১১তম লিগ ওয়ান শিরোপা জেতে। তবে চ্যাম্পিয়ন্স লিগে দলটির পথচলা থেমে যায় শেষ ষোলোতেই। এই ধাপে বায়ার্ন মিউনিখের কাছে দুই লেগেই হারে তারা। মৌসুমের শুরুটা অবশ্য আশা জাগানিয়া ছিল পিএসজির জন্য। প্রথম ভাগে সব প্রতিযোগিতায় অপরাজেয় ছিল তারা। তবে কাতার বিশ্বকাপ বিরতির পর ক্রমেই ছন্দ হারায় পিএসজি।
চলতি বছরের শুরু থেকে মৌসুমের শেষ পর্যন্ত হেরে যায় ১০ ম্যাচে। গত ফেব্রুয়ারিতে টানা তিন ম্যাচ হেরে সমর্থকদের তীব্র রোষের মুখে পড়েন গালতিয়ে। গত মাসের শেষের দিকে পুলিশ হেফাজতে নেওয়া হয় গালতিয়েকে। নিসের কোচ থাকাকালীন সময়ে বৈষম্যের অভিযোগ রয়েছে ৫৬ বছর বয়সী কোচ ও তার দত্তক ছেলে জন ভালোভিচ-গালতিয়ের বিরুদ্ধে। গণমাধ্যমের খবর, গালতিয়ের উত্তরসূরি হওয়ার দৌড়ে এখন পর্যন্ত সবচেয়ে এগিয়ে আছেন সাবেক বার্সেলোনা ও স্পেন কোচ লুইস এনরিকে।
আরও পড়ুন
ভারত বধ মিশন নিয়ে দেশ ছাড়লো টাইগাররা
জয় রথ ছুটে চলেছে বাঘিনীদের
‘ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বাংলাদেশকে’