November 29, 2023

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 21st, 2021, 8:12 pm

বরখাস্ত হলেন ম্যানইউ কোচ উলে গুনার

অনলাইন ডেস্ক :

প্রসঙ্গটা উঠেছিল আরও অনেক আগেই। এবার সেটাই সত্যি হলো। বরখাস্ত করা হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ উলে গুনার সুলশারকে। রোববার এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। সুলশারের অধীনে চলমান মৌসুমে বেশ খারাপ সময় কাটছে রেড ডেভিলদের। প্রিমিয়ার লিগের সর্বশেষ সাতটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয়। তাইতো শনিবার ওয়াটফোর্ডের কাছে ৪-১ গোলে হারের পর আর তা মেনে নিতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। তাছাড়া লিগ টেবিলে বর্তমানে সপ্তম অবস্থানে ক্রিশ্চিয়ানো রোনালদোদের দল। শীর্ষে থাকা চেলসি থেকেও তাদের ১২ পয়েন্ট কম। বিবৃতিতে ম্যানচেস্টার ইউনাইটেড বলেছে, ‘সুলশারকে বাদ দেওয়ার কঠিন সিদ্ধান্তে পৌঁছাতে আমাদের বেশ ভাবতে হয়েছে। ’