October 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 21st, 2022, 8:20 pm

বরগুনায় ১০ মণ হাঙর জব্দ

বরগুনার পাথরঘাটায় থেকে ১০ মণ (৪০০ কেজি) হাঙর মাছ জব্দ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড থেকে হাঙরগুলো জব্দ করে কোস্টগার্ড।

বুধবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন খন্দকার মুনিফ তকি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাথরঘাটার কাঁঠালতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে একটি অটোরিকশা থেকে এই হাঙরগুলো জব্দ করা হয়। তবে এই সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা হাঙরগুলো বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে মাটিচাপা দেয়া হয়।

—-ইউএনবি