October 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, January 14th, 2022, 6:07 pm

বরিশালের ঐতিহ্য তুলে ধরার উদ্যোগ নিলেন কাজী শুভ

অনলাইন ডেস্ক :

নাটক, সিনেমা ও গানে আঞ্চলিক ভাষা বরাবরই বাড়তি চমক যোগায়। তবে সেসব কাজ শতভাগ আঞ্চলিক হয়ে ওঠে না নানা সীমাবদ্ধতার কারণে। সেই ভাবনা থেকে সম্প্রতি মাঠে নামলেন দেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ। বরিশাল গৌরনদী অঞ্চলের এই শিল্পী এবার নিজ বিভাগের ঐতিহ্য তুলে ধরার উদ্যোগ নিলেন। গাইলেন ‘বরিশাল বরিশাল’ শিরোনামের গান। বরিশালের আরিফ হোসেন বাবুর কথা-সুরে গানটির সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ। শুধু গানের কথায় নয়, ভিডিওর মাধ্যমেও তুলে ধরা হচ্ছে বরিশাল অঞ্চলের ঐতিহ্যবাহী স্থানগুলোকে। ভিডিও নির্মাণ করেছেন বিকাশ সাহা। শুটিং হয়েছে বরিশালের বিভিন্ন লোকেশনে। এতে কাজী শুভ ছাড়াও অংশ নিয়েছেন একই অঞ্চলের একাধিক মডেল। শুভ বলেন, ‘বরিশাল অঞ্চলের ছেলে আমি। তাই এই অঞ্চলের ইতিহাস-ঐতিহ্য নিয়ে কাজ করার আগ্রহ অনেকদিনের। যার শুরুটা করলাম এই গানটির মাধ্যমে। যার পুরোটাই হলো টিম-বরিশালের সমন্বয়ে। তাই এটাকে খাঁটি আঞ্চলিক গান বলা যেতে পারে। বরিশাল অঞ্চল নিয়ে এমন আরও কাজ করতে চাই সামনে।’ শুটিং শেষ হয়ে গানটি এখন ঢাকায় সম্পাদনার টেবিলে আছে। শিগগিরই এটি উন্মুক্ত হবে কাজী শুভর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।