October 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 17th, 2022, 8:16 pm

বরিশালের বিপক্ষে ঢাকা মেট্রোর সহজ জয়

অনলাইন ডেস্ক :

দ্বিতীয় স্তরের শীর্ষে থেকেই শেষ রাউন্ডের ম্যাচ খেলতে নেমেছিল ঢাকা মেট্রো। বৃহস্পতিবার বরিশালের বিপক্ষে সহজ জয়ে পয়েন্ট আরও বাড়িয়েছে তারা। একইসঙ্গে উঠে গেছে জাতীয় ক্রিকেট লিগের প্রথম স্তরে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে ৭ উইকেটে জিতেছে মেট্রো। ম্যাচের শেষ দিন বাকি থাকা ৩৬ রান ১০.২ ওভারে করে ফেলেছে সাদমানের ইসলামের দল। প্রথম ইনিংসে ২১১ রানে অলআউট হয় বরিশাল। জবাবে ২২২ রান করে ১১ রানের লিড নেয় মেট্রো। দ্বিতীয়ভাগে বরিশালকে ২০০ রানে গুটিয়ে লক্ষ্যমাত্রা নিজেদের নিয়ন্ত্রণেই রাখে মেট্রো। তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ১৫৪ রান করে জয়ের পথে অনেকটাই এগিয়ে যায় মেট্রো। বৃহস্পতিবার আনুষ্ঠানিকতা সারতে বেশি সময় নেয়নি তারা। শামসুর রহমান ৩৭ ও আইচ মোল্লা ২৬ রান করে অপরাজিত থাকেন। প্রায় ছয় বছর পর প্রথম স্তরে খেলবে মেট্রো। ২০১৫-১৬ মৌসুম থেকে দুই স্তরে ভাগ করে চলছে জাতীয় লিগের খেলা। প্রথম দুই মৌসুমে প্রথম স্তরে ছিল মেট্রো। এরপর দ্বিতীয় স্তরে নেমে যায় তারা। এবার ছয় ম্যাচে ৪ জয়ে ৩৪ পয়েন্ট পেয়ে প্রথম স্তরে উন্নীত হয়েছে মেট্রো। প্রথম স্তরে ছয় ম্যাচে এক জয়ে ১২ পয়েন্ট পাওয়া চট্টগ্রাম বিভাগ নেমে গেছে দ্বিতীয় স্তরে।
সংক্ষিপ্ত স্কোর
বরিশাল ১ম ইনিংস: ২১১
ঢাকা মেট্রো ১ম ইনিংস: ২২২
বরিশাল ২য় ইনিংস: ২০০
ঢাকা মেট্রো ২য় ইনিংস: (লক্ষ্য ১৯০) ৪৮.২ ওভারে ১৯১/৩ (শামসুর ৩৭*, আইচ ২৬*; রাব্বি ২-০-২৩-০, রুয়েল ১৩-১-৬৩-০, সালমান ১১-৪-৩১-১, মইন ৭-০-২৬-০, তানভির ১০-০-৩১-১, ইসলামুল ৫-১-১০-১, আশরাফুল ০.২-০-৪-০)
ফল: ঢাকা মেট্রো ৭ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: রাকিবুল হাসান