November 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, April 9th, 2023, 7:54 pm

বরিশালে কনস্টেবলকে মারধর, ছাত্রলীগের নেতাসহ আটক ৪

পায়ে মোটরসাইকেলের চাকার আঘাত লাগায় পুলিশ কনস্টেবলকে মারধর করেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ তার সঙ্গীরা। এই ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইকসহ চারজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বিএইচপি একাডেমির সামনে এ ঘটনা ঘটে বলে জানান আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার।

হামলার শিকার হয়েছেন আগৈলঝাড়া থানার কনস্টেবল ভুদেব বিশ্বাস। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আটক বাকি তিনজন হলেন- মনির পাইক, জহিরুল হক পাইক ও জিয়া পাইক।

ওসি গোলাম ছরোয়ার বলেন, কনস্টেবল ভুদেব বিশ্বাস ডিউটি শেষে থানায় ফিরছিলেন। থানা থেকে কিছু দূরে বিএইচপি একাডেমির সামনে ভিড়ের মধ্যে ভুদেব বিশ্বাসের মোটরসাইকেলের সামনের চাকার সঙ্গে জাকির পাইকের পায়ে আঘাত লাগে। পুলিশ পরিচয় দেওয়ার পরও তাকে মারধর করা হয়।

তিনি আরও বলেন যে পরে স্থানীয়রা ভুদেবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বিষয়টি শুনে অভিযান চালিয়ে জাকির পাইক ও মনির পাইকসহ চারজনকে আটক করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ভুদেব বিশ্বাস বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করবেন বলে জানান ওসি।

—-ইউএনবি