বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক ছাত্রী সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার প্রতিবাদে দেড় ঘণ্টা ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে রেখেছিল শিক্ষার্থীরা।
রবিবার (২৩ জুলাই) দুপুর আড়াইটা থেকে বিকাল চারটা পর্যন্ত ববি ক্যাম্পাসের সামনে এই বিক্ষোভ হয়।
এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নিরাপদ সড়ক নিশ্চিত করতে ফুটওভার ব্রিজ ও স্পিডব্রেকার নির্মাণসহ দোষী চালকের বিচার দাবি করেন।
অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে তীব্র যানজট দেখা দিলে চরম ভোগান্তিতে পরেন যাত্রীরা।
পরে ববি উপাচার্য ড. মো. সাদিকুল আরেফিন দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
শিক্ষার্থী মুস্তাকিম বিল্লাহ বলেন, বহুদিন ধরে বিশ্ববিদ্যালয়ের সামনে ফুটওভার ব্রিজের দাবি করে আসলেও প্রশাসন কোন কর্ণপাত করছে না। আজ আমাদের এক বোন সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। ভবিষ্যতে আর কোন শিক্ষার্থী যাতে দুর্ঘটনার কবলে না পরে সেই জন্য অবিলম্বে ফুটওভার ব্রিজ নির্মাণ করে দেওয়ার দাবি জানাচ্ছি।
শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জানান, ক্যাম্পাসে প্রবেশ করতে গিয়ে যদি কেউ সড়ক দুর্ঘটনায় আহত হন তাহলে আমরা কোথায় নিরাপদ? তাই অবিলম্বে নিরাপদ সড়ক বাস্তবায়নের দাবিতে সড়কে নেমেছি।
উল্লেখ্য রবিবার (২৩ জুলাই) দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনের মহাসড়ক পার হচ্ছিল শিক্ষার্থী কানিজ ফাতিমা। এসময় তাকে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের আঘাত করে। এই খবরে ববি শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে মহাসড়ক অবরোধ করে।
আহত কানিজ ফাতিমা ববির মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
—-ইউএনবি
আরও পড়ুন
মিলাদুন্নবী উপলক্ষে শাহজাদা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারীর ন্যায়ের আহ্বান
রাজধানীতে ঈদে মিলাদুন্নবী (স) উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
১ জুলাই-১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের তথ্য জমা দেওয়ার আহ্বান জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং দলের