September 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 31st, 2021, 12:24 pm

বরিশালে বিলাসবহুল ৩ লঞ্চকে ৮৫ হাজার টাকা জরিমানা

ফাইল ছবি

লঞ্চের ইঞ্জিন কক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম না রাখা ও নিরাপদ ভ্রমণের জন্য যাত্রীদের নিরাপত্তায় সব না করায় তিন লঞ্চকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছে নৌপরিবহন অধিদপ্তর। এ সময় সতর্ক করা হয়েছে আরও সাতটি লঞ্চকে।
বৃহস্পতিবার বিকালে বরিশাল নদী বন্দরে নৌ পরিবহন অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী এ অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, বরিশাল জেলা প্রশাসনের সহায়তায় ঢাকাগামী লঞ্চগুলোতে আমরা ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছি।
তিনি বলেন, অভিযানের সময়ে লঞ্চে মেয়াদ শেষ হওয়া অগ্নিনির্বাপণ যন্ত্র পাওয়া, সঠিকভাবে বয়া না রাখা ও ইঞ্জিন কক্ষে যথাযথ নিরাপত্তা সামগ্রী না রাখার অপরাধে এমভি সুন্দরবন-১১ লঞ্চকে ৪০ হাজার টাকা, পারাবাত-৭ কে ১৫ হাজার টাকা ও কুয়াকাটা-২ লঞ্চকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ধরনের অভিযান অব‌্যহত থাকবে বলেও জানিয়েছেন সৈয়দ মোরাদ আলী।
প্রতিদিনই বিভিন্ন বিলাসবহুল লঞ্চ যথাযথ অগ্নি নিরাপত্তা না নিয়ে শত শত যাত্রী পরিবহন করছে। তবে এদের মধ্যে কিছু লঞ্চ লিফট, সুসজ্জিত কক্ষ, রাডার, ওয়াইফাই, রেডিও যোগাযোগ ও আধুনিক গ্যাজেট দিয়ে সজ্জিতও আছে।
কিন্তু লঞ্চ মালিকরা সব সময়ই অগ্নি নিরাপত্তার বিষয়টি উপেক্ষা করেন। আর এতে দুর্ঘটনার আশঙ্কা সব সময়ই থেকে যায়।
এদিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে শুক্রবার লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যুতে বুধবার সন্ধ্যা পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৪৭ জনে দাঁড়িয়েছে।
রেড ক্রিসেন্ট বাংলাদেশের ঝালকাঠি জেলা কার্যালয়ের তালিকা অনুযায়ী, বুধবার পর্যন্ত অন্তত ৫৮ জন নিখোঁজ রয়েছেন।

—ইউএনবি